সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে গত ২০ দিনে অদ্ভূত উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা আলমোরা জেলার ধাউলা ব্লকের। প্রশাসনের স্বাস্থ্যকর্তারা বলছেন অজানা ভাইরাল সংক্রমণেই অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা ঘটছে।
জেলার মেডিক্যাল আধিকারিক ড. নবীন চন্দ্র তিওয়ারির নিশ্চিত করেছেন, সাত জনের মধ্যে দু’জনের হৃদরোগের মৃত্যু হয়েছে। মৃত বাকি পাঁচ জনের মধ্যে রহস্যজনক উপসর্গ ছিল। তিনি বলেন, “১১টি নমুনা সংগ্রহ করেছি। যার মধ্যে তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত হয়েছে। আমরা জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দিয়েছি এবং গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” ড. তিওয়ারি আরও বলেন, “জলের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে জানা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে।”
ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগ একাধিক উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম হল জেলার বিবাদি, ফুলাই জাগেশ্বর, খেতি, বাজেলা, কাবরি এবং গোলি-সহ ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে আশা কর্মী, সিএইচও এবং ফার্মাসিস্টদের ১৬টি দল মোতায়েন করা হয়েছে। এই দলগুলি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সমীক্ষা চালিয়ে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করছে। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামগুলি দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা বঞ্চিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.