বিতর্কিত সেই ব্রিজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতে চলতে হঠাৎ ৯০ ডিগ্রি বাঁক নিয়েছে ব্রিজ। ইঞ্জিনিয়ারিংয়ের হিসেব নিকেশ উলটে পালটে এমনই অভিনব ব্রিজ তৈরি হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। অদ্ভুতুড়ে সেই ব্রিজ কাণ্ডে এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। সাসপেন্ড করা হল ব্রিজ নির্মাণের সঙ্গে যুক্ত ৭ ইঞ্জিনিয়ারকে।
শনিবার রাতে এই ইস্যুতে সোশাল মিডিয়ায় সরব হন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আইশবাগ রেল ওভার ব্রিজ নির্মাণে গাফিলতিতে আমি তদন্তের নির্দেশ আগেই দিয়েছি। এই বিষয়টির উপর আমার নজর রয়েছে। ঘটনার তদন্ত রিপোর্টের ভিত্তিতে ৮ জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭ জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত এক সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।’ শুধু তাই নয়, ব্রিজের নকশা তৈরির পরামর্শদাতা এবং নির্মাণ সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে বলেও জানান মোহন যাদব। ব্রিজের নকশায় প্রয়োজনীয় সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল ওভারব্রিজটি। উদ্দেশ্য মহামাই কা বাগ, পুষ্পানগর ও স্টেশন এলাকাকে নিউ ভোপালের সঙ্গে যুক্ত করা। এই ব্রিজ তৈরি হলে প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে দাবি ছিল সরকারের। তবে ব্রিজ নির্মাণের পর দেখা যায় সেটি ৯০ ডিগ্রি বাঁক নিয়েছে। এই অদ্ভুত দর্শন বাঁক দিয়ে গাড়ি চলা রীতিমতো বিপজ্জনক। স্বাভাবিকভাবেই ব্রিজ নিয়ে শুরু হয় বিতর্ক। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম। গোটা ঘটনা কানে পৌঁছয় খোদ মুখ্যমন্ত্রীর। তাঁর নির্দেশে শুরু হয় তদন্ত।
জনপথ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব নীরজ মণ্ডল জানান, ডিজাইনের দায়ে ব্ল্যাকলিস্ট করা হয়েছে আর্কিটেকচার ফার্ম এম/এস পুনীত চাড্ডা এবং ডিজাইন কনসালট্যান্ট এম/এস ডায়নামিক কনসালট্যান্টকে। ব্রিজে নিরাপদ যান চলাচলের উপায় বের করতে গঠিত হয়েছে কমিটি। আধিকারিকদের দাবি, যদি অতিরিক্ত কিছু জমি বরাদ্দ করা যায় সেক্ষেত্রে ৯০ ডিগ্রির ওই বাঁক কার্ভে রুপান্তর করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.