Advertisement
Advertisement

Breaking News

Assam

অসমে চা বাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! নর্দমায় দেহ ফেলে দিল অভিযুক্ত

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

8 year old Girl Physically abuse And Killed At Assam Tea Garden

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:August 10, 2025 11:50 pm
  • Updated:August 10, 2025 11:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের ডিব্রুগড়ে ৮ বছরের শিশুকন্য়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ডিব্রুগড়ের একটি চা বাগানে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নাবালিকার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নামরূপ থানার অন্তর্গত কাচারি পাথারে রয়েছে ওই চা বাগানটি। শনিবার জ্বালানি কাঠ সংগ্রহে বেরিয়ে ছিল শিশুটি। সেই সময় তাকে একা পেয়ে নারকীয় অত্যাচার চালায় অভিযুক্ত। এরপর শ্বাসরোধ করে খুন করে তাকে। এক পুলিশ আধিকারিক জানান, এলাকারই একটি নর্দমায় দেহ ফেলে ঘাস ও খড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।

এদিকে শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। তারা পুলিশেও খবর দেয়। রাত ৮টা ৪০ নাগাদ দেহ নজরে আসে। অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও স্থানীয়রাই তাকে ধরে ফেলে। এবং পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজের মাকে খুনের অভিযোগে ১৪ বছর জেলে খেটেছে। বছর তিনেক আগে ছাড়া পায়। পকসো ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ