Advertisement
Advertisement

Breaking News

চিকিৎসকের মৃতদেহের কাছে উদ্ধার আরও এক মহিলার দগ্ধ দেহ, হায়দরাবাদের ঘটনায় বাড়ছে রহস্য

দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

A burnt body of another woman found Burnt In Telangana

ছবি: প্রতীকী

Published by: Bishakha Pal
  • Posted:November 30, 2019 8:44 am
  • Updated:November 30, 2019 1:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলাঙ্গানার সামশাবাদের ধর্ষণ ও খুনের ঘটনা সমাধান হওয়ার আগেই আরও এক মহিলাকে পুড়িয়ে মারার ঘটনা সামনে এল। পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা যে জায়গায় ঘটেছিল, তার থেকে এই জায়গাটি বেশি দূরে নয়। সামশাবাদের কাছেই আরও এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। সাইবারবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনগর জানিয়েছেন, উদ্ধারের পর ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।

Advertisement

গত বুধবার রাতে তেলেঙ্গানার সাধনগরের এক পশু হাসপাতালের চিকিৎসক বাড়ি ফিরছিলেন। সামশাবাদের কাছে রাস্তার মাঝেই স্কুটির চাকা ফেটে যায় তাঁর। পরেরদিন পুলিশের তরফে নির্যাতিতার পরিজনের কাছে ফোন আসে। একটি দেহ শনাক্ত করতে ডাকা হয় তাঁদের। তরুণীর গলার হারের লকেট দেখে তাঁর দেহ শনাক্ত করেন পরিজনেরা। পুলিশ সূত্রে খবর, সাধনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ব্রিজের নিচে তরুণীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। 

[ আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশ্বাসই সার, গত ৬ বছরে সর্বনিম্ন দেশের আর্থিক বৃদ্ধির হার ]

এই ঘটনার পর থেকে উত্তপ্ত হায়দরাবাদ। দোষীদের শাস্তির দাবিতে সরব রাজনীতিবিদ থেকে আমআদমি। যদিও সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে একটি ট্রাকের চালক এবং খালাসিকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জেরা করে আরও দু’জনের খোঁজ পাওয়া যায়। চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। কিন্তু এরই মধ্যে ঘটনাস্থল থেকে কিছু দূরে উদ্ধার হল আরও এক মহিলার দগ্ধ দেহ। ফলে এলাকায় আরও উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়ে তারা তদন্ত চালাচ্ছে। অ্যাসিট্যান্ট পুলিশ কমিশনার অশোক কুমার গৌদ জানিয়েছেন, যে রাস্তায় ঘটনাটি ঘটেছে, সেখান দিয়ে যেতে গিয়ে কয়েকজন ওই মহিলার দগ্ধ দেহ দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও শুক্রবার রাতে উদ্ধার হওয়া মহিলাকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

[ আরও পড়ুন: ‘একটি পাতাও কাটা যাবে না’, মুখ্যমন্ত্রী হয়েই আরে জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ উদ্ধবের ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ