প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের কোপ্পাল জেলায় বেকারির দোকানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যে সম্পত্তিগত বিবাদ! এক তরুণকে তাড়া করে দোকানে ঢুকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ৭ জনের বিরুদ্ধে। ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সমাজমাধ্যমে। যা দেখে আঁতকে ওঠে নেটিজেনরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চেনাপ্পা নারিনাল। দোকানের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, এক ব্যক্তি বিরাট দা হাতে দোকানের ভিতরে ঢুকে পড়েছেন। তার পিছন পিছন আরও ছয় জন দোকানে ঢুকছেন। তাঁরা এলোপাথাড়ি কোপাচ্ছেন চেনাপ্পা নামের তরুণকে। রক্তাক্ত তরুণ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। দোকান থেকে বেরনোর পথেও তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। কোনওমতে দোকানের বাইরে বেরলে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েক জন তাঁকে ছুড়ি দিয়ে কোপায় বলে অভিযোগ। এক সময় চেনাপ্পা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে সেখানে ফেলে পালায় আততায়ীরা।
Law and order of Congress ruled Karnataka is as weak as the internal stability of Congress.
An individual named Chenappa Narinal was chased and brutally attacked inside a bakery.
CCTV shows him running in circles trying to escape, but was eventually stabbed to death outside the…
— Cons of Congress (@ConsOfCongress)
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনে অভিযুক্ত রবি, প্রদীপ, দুই মানজুনথাস, নাগরাজ, গৌতম এবং প্রমোদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তকারীদের অনুমান, পুরনো শত্রুতা এবং সম্পত্তিগত বিবাদের জেরে ওই তরুণকে খুন করা হয়েছিল। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এদিকে এই ঘটনায় কংগ্রেস শাসিত কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগেছে বিরোধীরা। একাধিক বিরোধী দলের কটাক্ষ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছেছে। সেই কারণেই দিনে-দুপুরে এমন ঘটনা ঘটতে পারল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.