সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের শিকার হয়েছে ভারত-আফগানিস্তান দুই দেশই! তাই সন্ত্রাসদমনে নয়াদিল্লি-কাবুলের একজোট হয়ে কাজ করা উচিত। তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক বৈঠকে এমনটাই জানালেন এস জয়শংকর। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, দ্রুতই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত। উল্লেখ্য, তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর চলাকালীনই কাবুলে হামলা করেছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর।
মুত্তাকির উপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাময়িক ছাড় নিয়ে তিনি ভারত সফরে এসেছেন। শুক্রবার মুত্তাকি ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জয়শংকর। সেখানেই নাম না করে পাকিস্তানকে বিঁধে তিনি বলেন, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর আরও জানিয়েছেন, খুব দ্রুত কাবুলে পুরোমাপের দূতাবাস চালু করে দেবে ভারত। এছাড়াও আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬টি প্রকল্প শুরু করা হবে ভারতের তরফে ‘বন্ধুত্বে’র নিদর্শন হিসাবে। দেওয়া হবে ২০টি অ্যাম্বুল্যান্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। এছাড়াও ক্যান্সারের ওষুধ দেওয়া হবে আফগানিস্তানকে। উল্লেখ্য, ২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথমবার কোনও তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের বিদেশমন্ত্রী।
মুত্তাকির ভারত সফরের মধ্যেই কাবুলে পাক হামলার খবর ছড়িয়েছে। এহেন পরিস্থিতিতে জয়শংকর সাফ জানিয়েছেন, ভারত সবসময়ে আফগানিস্তানের অখণ্ডতাকে সমর্থন করবে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের আগে থেকেই আফগানিস্তানকে কাছে টানার চেষ্টা করছে ভারত। ভারতীয় বিদেশমন্ত্রকের বিশেষ প্রতিনিধি কাবুলে উড়ে গিয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন। এবার মুত্তাকির ভারত সফরে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেই অনুমান বিশ্লেষকমহলের। সেই সঙ্গে ওয়াকিবহাল মহলের মত, যেহেতু কাবুলে দূতাবাস খুলছে ভারত, তাই আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.