সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের পর দিল্লিতেও শোরুম খুলতে চলেছে এলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। সম্প্রতি সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছে। জানা যাচ্ছে, আগামী ১১ আগস্ট রাজধানীতে তাদের দ্বিতীয় শোরুম খুলতে চলেছে টেসলা।
গত মাসেই মুম্বইয়ে ৪ হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল শোরুম উদ্বোধন করেছে টেসলা। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম। শোরুমটি উদ্বোধন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তিনি বলেন, “ভারতের টেসলার যাত্রা শুভ হোক। সঠিক রাজ্যের সঠিক শহর থেকেই তাদের নয়া যাত্রা শুরু হচ্ছে। আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আশা করি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।”
টেসলার ভারতের শোরুমে রয়েছে জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’। উদ্বোধনের আগে সাংহাই থেকে আনা হয়েছে এই মডেলের ছয়টি গাড়ি। এর দু’টি ভ্য়ারিয়েন্ট হল লং রেঞ্জ আরডব্লিউডি এবং লং রেঞ্জ এডব্লিউডি। গাড়িগুলির রং ডার্ক গ্রে। গাড়িতে রয়েছে ভয়েস কমান্ড, ওয়ারলেস চার্জিং, ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি। ভারতের বাজারে টেসলার ‘মডেল ওয়াই’-র দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা। ভারতে আমদানিকৃত গাড়িতে ৭০-১০০ শতাংশ অবধি শুল্কের কারণে অনেক বেশি দাম দিতে হবে ক্রেতাদের। এই বিষয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন টেসলা সিইও এলন মাস্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.