Advertisement
Advertisement

Breaking News

Char Dham Accident

কেদারের পথে ধস, পাহাড়ে বেয়ে নেমে এল বিরাট বোল্ডার, দুর্ঘটনায় মৃত্যু ৩ তীর্থযাত্রীর

নিখোঁজ এক তীর্থযাত্রী।

again Lanslides hit Char Dham Yatra pilgrims; 3 killed and 3 injured

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:June 24, 2025 8:20 pm
  • Updated:June 24, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে বড় বিপর্যয় ঘটে গেল চারধাম যাত্রায়। ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের যমুনোত্রী ও বদ্রীনাথের একাধিক জায়গায় ধস নেমে মৃত্যু হয়েছে ৩ তীর্থযাত্রীর। একজন নিখোঁজ। আহত হয়েছেন আরও তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। এর জেরে যমুনোত্রীর পথে বিকেল চারটে নাগাদ ভৈরব মন্দিরের কাছে নৌউ কাঁচি এলাকায় ধস নামে। জায়গাটি কেদারনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। বড়সড় পাথর ও বোল্ডার পাহাড়ের ঢাল গড়িয়ে নেমে আসায় ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায়। পাথর ও মাটির নিচে চাপা পড়ে যান অনেকে। এর জেরে সাময়িক ভাবে যাত্রা বন্ধ হয়ে যায়।

রসিক নামের মুম্বইয়ের এক তীর্থযাত্রীকে ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি জানকিচট্টির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। রসিক জানান, দিল্লি থেকে ১২ বছরের ভাবিকা নামের এক শিশু-সহ দুই তীর্থযাত্রী দুর্ঘটনায় নিখোঁজ হন। তাঁদের মধ্যে একজনের মৃতদেহ প্রথমে উদ্ধার হয়। পরে বালিকার দেহ উদ্ধার করা গিয়েছে। এরপর আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ