Advertisement
Advertisement

Breaking News

Ahmedabad Plane Crash

প্রথম মৃত্যুস্পর্শ! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ‘সেফটি রেকর্ড’-এ ফাটল

২০১১ সাল থেকে আকাশে উড়ছে এই মডেলটি।

Ahmedabad Plane Crash:1st fatal loss for aircraft model since 2011 debut
Published by: Biswadip Dey
  • Posted:June 12, 2025 5:34 pm
  • Updated:June 12, 2025 5:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। বহু মৃত্যুর আশঙ্কা। এই মুহূর্তে গোটা দেশের চোখ এই দুর্ঘটনার দিকে। আলোচনায় উঠে আসছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিও, যেটি দুর্ঘটনার কবলে পড়েছে। ২০১১ সাল থেকে আকাশে উড়ছে এই মডেলটি। কিন্তু এযাবৎ একটিও এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়নি তাকে। জ্বালানি দক্ষতা থেকে উন্নত উপাদানে প্রস্তুত এই মডেলের বিমানটি যে এমনভাবে দুর্ঘটনার কবলে পড়বে তা অভাবনীয়। এমন শক্তিশালী ‘সেফটি রেকর্ড’-এর পর বৃহস্পতিবাসরীয় দুপুরের দুর্ঘটনা মডেলটির সেই সাফল্যে একটি বৃহৎ কালো দাগ হয়ে থেকে গেল।

Advertisement

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির আত্মপ্রকাশ ২০১১ সালে। ওই বিমানে ২৪৮ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। ৭৩০০ নটিক্যাল মাইল ওড়ার দক্ষতা রয়েছে ওই বিমানের। বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI171। মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই মুখ থুবড়ে পড়ে বিমানটি। ডিজিসি-এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। উল্লেখ্য, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানটিতে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। কারণ আমদাবাদ থেকে লন্ডন যাওয়ার কথা ছিল সেটির। এই কারণেই ভয়ংকর বিস্ফোরণ হয় উড়ানটি মাটিতে আছড়ে পড়তেই।

দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়। শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ