Advertisement
Advertisement

Breaking News

Rafale

বায়ুসেনার ঘাটতি পূরণ, ভারতেই তৈরি হবে ১১৪ রাফালে যুদ্ধবিমান!

এই প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ হতে পারে ২ লক্ষ কোটি টাকার বেশি।

Air Force proposes Rs 2 lakh crore deal for 114 Rafale jets under Make in India

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 14, 2025 5:53 pm
  • Updated:September 14, 2025 6:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্স থেকে আমদানি নয়, দাসল্টের সঙ্গে মিলে ভারতের মাটিতেই তৈরি হবে অত্যাধুনিক রাফালে বিমান। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এই বিষয়ে পর্যালোচনা শুরু করেছে প্রতিরক্ষামন্ত্রক। সূত্রের খবর, এই প্রকল্প বাস্তবায়নে ২ লক্ষ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হতে পারে। এক্ষেত্রে বিমান তৈরিতে ৬০ শতাংশ স্বদেশী সরঞ্জাম ব্যবহার করা হবে।

Advertisement

আরও ১১৪টি রাফালে বিমানের কেনার আর্জি জানিয়ে বায়ুসেনার তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রতিরক্ষামন্ত্রকের কাছে। বায়ুসেনার সেই আবেদন নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে প্রতিরক্ষামন্ত্রক ও অর্থ মন্ত্রক। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে ডিফেন্স প্রোকিয়োরমেন্ট বোর্ড (DPB) ও ডিফেন্স এক্সিবিশন কাউন্সিলে (DAC)। সেখানেই ভারতের মাটিতে ১১৪টি বিমান তৈরি ও এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই ২ লক্ষ কোটির অর্থ বিনিয়োগের মাধ্যমে দাসল্টের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের তৈরি হবে অত্যাধুনিক রাফালে।

এক দশক আগেই এই ফরাসি সংস্থা দাসো অ্য়াভিয়েশনের সঙ্গে রাফাল চুক্তির সময় বায়ুসেনা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে মোট ১২৬টি রাফালে যুদ্ধবিমানের দাবি জানিয়েছিল। কিন্তু পরিবর্তে ফরাসি সংস্থা ৩৬টি যুদ্ধবিমান তৈরির বরাত দেয় কেন্দ্র। অন্যদিকে, নৌসেনাও ৩৬টি রাফালের দাবি জানিয়েছে। নয়া চুক্তি সাক্ষরিত হলে ভারতের কাছে মোট রাফালের সংখ্যা দাঁড়াবে ১৮৬টি। সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্ষমতা প্রদর্শন করেছে রাফালে। তবে ফ্রান্স থেকে আসা রাফালে বিমানে বেশকিছু সমস্যাও রয়েছে। যেমন, ভারতের বহু ক্ষেপণাস্ত্র রাফাল থেকে নিক্ষেপ করা যায় না। ভারতের মাটিতে রাফালে তৈরি হলে সেই সমস্ত ক্ষেপণাস্ত্র রাফালে ব্যবহারোপযোগী হয়ে উঠবে।

উল্লেখ্য, দাসল্ট অ্যাভিয়েশন ইতিমধ্যেই ভারতের মাটিতে নিজেদের সংস্থা খুলেছে। যারা ফ্রান্সের তৈরি যুদ্ধবিমানগুলির রক্ষণাবেক্ষনের কাজে নিযুক্ত। নয়া প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে দাসল্টের পাশাপাশি গুরুত্বপূর্ন ভূমিকা নিতে পারে টাটা-সহ একাধিক বেসরকারি সংস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ