Advertisement
Advertisement

Breaking News

Vijay Rupani

ডিএনএ পরীক্ষায় শনাক্ত বিজয় রূপানির দেহ! পরিবারকে খবর দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

১২ জুনের দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Air India crash | DNA matching of former CM Vijay Rupani done, family informed
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2025 2:06 pm
  • Updated:June 15, 2025 4:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ। ডিএনএ পরীক্ষার পর শনাক্তকরণ সম্ভব হয়ে বলে জানা গিয়েছে। প্রয়াত বিজেপি নেতার পরিবারকে খবর দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বিজয়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

Advertisement

আহেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একজন যাত্রী বরাত জোরে রক্ষা পেলেও, বিমানে থাকা বাকি ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে সওয়ার হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে বিজয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ১২ তারিখের লন্ডন যাত্রা প্রথম পছন্দ ছিল না তাঁর। কিন্তু ভাগ্যের ফেরে এই বিমানেই উঠতে হয় তাঁকে। দুর্ঘটনার পর ক্রমেই পরিষ্কার হয়ে যায়, যা পরিস্থিতি তাতে কারওই বেঁচে থাকার কথা নয়। ফলে বিজয় রূপানির মৃত্যুর বিষয়টি তখনই নিশ্চিত হয়ে যায়। এবার ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা গেল তাঁর দেহ। 

উল্লেখ্য, বিজয় রূপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মায়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। ২০২১ সালে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্রভাই প্যাটেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ