সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড় দুর্ঘটনা থেকে কোনওমতে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার সকালে কোচি থেকে মুম্বইগামী বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এই পরিস্থিতিতে বিমানবন্দরের কর্মীদের সহায়তায় নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় যাত্রীদের। ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সোমবার কোচি থেকে মুম্বইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার AI-2744-এর A320 বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি টায়ার ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার জেরে রানওয়েও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবতরণের সময় বিমানটি পিছলে যায়। ভারী বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটেছে, তবে চিন্তার কিছু নেই, সবকিছু ঠিক আছে। যাত্রীদের ডক করে নিরাপদে বের করে আনা হয়েছে। সমস্ত যাত্রী, পাইলট এবং ক্রু সদস্যরা নিরাপদে আছেন। ঘটনারজেরে রানওয়েও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত তা সারানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে বোয়িং ড্রিমলাইনারের সুরক্ষা নিয়েও। এরই মাঝে গতকাল ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানে মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাইলটের তৎপরতায় তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও প্রশ্নের মুখে পড়ে নিরাপদ বিমানযাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.