Advertisement
Advertisement

Breaking News

Air India

হাউথি মিসাইল হামলার জের, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী সমস্ত উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার

আন্তর্জাতিক একাধিক বিমানসংস্থাও ওই রুটের সমস্ত বিমান পরিষেবা বন্ধ রেখেছে।

Air India, other airlines suspend flights to Tel Aviv after missile attack

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 4, 2025 7:42 pm
  • Updated:May 4, 2025 7:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার। বাতিল করা হল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান। আগামী ৬ মে পর্যন্ত এই রুটের সমস্ত বিমান পরিষেবা বাতিল করার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় বিমানসংস্থার পাশাপাশি আমেরিকার ডেল্টা এয়ারলাইন্স, সুইস ইন্টারন্যাশনাল এয়ার-সহ একাধিক বিদেশসংস্থাও এই রুটের পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

রবিবার দিল্লি থেকে ইজরায়েলের দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। অবতরণের ঘণ্টাখানেক আগে খবর আসে ওই বিমানবন্দরের কাছে মিসাইল হামলা হয়েছে। এরপরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, আবু ধাবিতে নিরাপদে অবতরণ করেছে বিমানটি। শীঘ্রই সেটি দিল্লির উদ্দেশে রওনা দেবে। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, গোটা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৬ মে পর্যন্ত ওই রুটের সমস্ত পরিষেবা স্থগিত রাখা হচ্ছে।

এদিকে ইজরায়েলে এই মিসাইল হামলার নেপথ্যে হাউথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। হামলার জেরে আহত হয়েছেন ৬ জন। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩ পার্কিং এরিয়ার কাছে আছড়ে পড়ে। সেখানে বিরাট গর্ত তৈরি হয়। যদিও এই হামলায় টার্মিনাল ভবন বা রানওয়ের কোনও ক্ষতি হয়নি বলেই খবর।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েক হাজার প্যালেস্তিনীয়র। পালটা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে হাউথিদের তরফে জানানো হয়েছে, গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ