Advertisement
Advertisement

Breaking News

Gujarat

মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ গুজরাটে! হঠাৎ কী ঘটল বিজেপিশাসিত রাজ্যে?

তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনৈতিক মহলে।

All Gujarat ministers resign Except Chief minister
Published by: Kishore Ghosh
  • Posted:October 16, 2025 5:16 pm
  • Updated:October 16, 2025 5:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত গুজরাটে হঠাৎ কী ঘটল? মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যে সবকয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভায় রদবদলের কারণেই গণপদত্যাগ মন্ত্রীদের। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। সূত্রের খবর, এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। অর্থাৎ কিনা দশ জন নতুন মন্ত্রী পাবে মোদি-শাহর রাজ্য। এই মুহূর্তে গুজরাটে একজনই মন্ত্রী অবশিষ্ট রয়েছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনিও।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় সূত্র খবর, নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের মিশ্রণে তৈরি হবে। পাশাপাশি সকল সম্প্রদায়ের এবং বর্ণের ভারসাম্য বজায় রাখা হবে। মুখ্যমন্ত্রী কি বদল হতে পারে? ভূপেন্দ্র প্যাটেলের বদলে অন্য কোনও মুখ আসবে? উত্তর এখনও মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ