Advertisement
Advertisement
Amit Shah

‘কঠিন সীমান্ত রক্ষায় অবিচল’, অপারেশন সিঁদুরের পর বিএসএফকে দরাজ সার্টিফিকেট শাহের

অপারেশন সিঁদুরেরও ভূয়সী প্রশংসা করেন শাহ।

Amit Shah praises BSF, says they secured borders very well

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2025 1:38 pm
  • Updated:May 23, 2025 1:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর বিএসএফকে দরাজ সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে শাহ বললেন, কঠিন সময়ে দেশের সুরক্ষায় অবিচল থেকেছে সীমান্তরক্ষা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বছরের পর বছর সীমান্তে ঢালের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফ প্রমাণ করেছে যে তারা বিশ্বের সেরা সীমা সুরক্ষা বল।

Advertisement

শাহ বলেন, “যখন ঠিক হল আধাসেনার উপর সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাবে, তখন সবচেয়ে কঠিন দুই সীমান্তরক্ষার দায়িত্ব গিয়েছিল বিএসএফের উপর। একটা পাকিস্তান, অপরটা বাংলাদেশ। আর এই কঠিন দুই সীমান্ত নিজেদের যোগ্যতায় দারুনভাবে রক্ষা করেছে বিএসএফ।” শাহের বক্তব্য, শুধু সীমা সুরক্ষা নয়, দেশের অন্দরের বিভিন্নরকম বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সামলাতেও ঝাঁপিয়ে পড়ে সীমান্তরক্ষা বাহিনী। তাতেই বিএসএফের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। শাহের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং পাচার রুখতে বিএসএফের ‘ব্যর্থতা’ এবং ‘বেনিয়ম’ নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শাহ এদিন বিএসএফের মঞ্চ থেকে সেই অভিযোগই যেন ফুঁৎকারে উড়িয়ে দিলেন।

শুক্রবার অপারেশন সিঁদুরেরও ভূয়সী প্রশংসা করেন শাহ। তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকারই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে ভারত যোগ্য জবাব দিত না। কিন্তু ২০১৪ সালের পর নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে পরিস্থিতি বদলায়। মোদির ইচ্ছাশক্তির জোরেই আজ যোগ্য জবাব দেওয়া শুরু করেছে ভারত।” স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, “২০১৪ সালের পর উরিতে আমাদের সেনাকে নিশানা করে আক্রমণ করা হয়েছিল, আমরা ওদের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি। পুলওয়ামা হামলার পর আমরা বালাকোট এয়ারস্ট্রাইক করেছি। এবার অপারেশন সিঁদুর আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি গুঁড়িয়ে দিয়েছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ