Advertisement
Advertisement
Andaman and Nicobar

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত! বন্ধ করা হল আন্দামানের আকাশসীমা, জারি ‘নোটাম’

তবে কোন মিসাইল পরীক্ষা করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Andaman Airspace Closed Till Saturday For Missile Test
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 23, 2025 1:16 pm
  • Updated:May 23, 2025 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে আন্দামান ও নিকোবরের আকাশসীমা দু’দিনের জন্য বন্ধ করা হল। শুক্রবার ‘নোটাম’ জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহি বিমান চলাচল করবে না। জানা গিয়েছে, মিসাইল পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

নির্দেশিকাতে বলা হয়েছে, ২৩ ও ২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে বিমান চলাচল করতে পারবে না। সকাল ৭টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। আগেও একাধিকবার আন্দামান-নিকোবরের একাধিক মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত একমাসে ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

এই এলাকায় এর আগে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছিল জানুয়ারিতে। দেশে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সেসময়। তারপর এপ্রিলে ভারতীয় বিমান বাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২৫০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। এবার আবার নতুন করে ক্ষেপনাস্ত্র পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধে নোটাম জারি করা হল।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদ দমনে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাক মদতপুষ্ট ৯টি জঙ্গিঘাঁটি। ভারতের উপর পালটা আঘাত আনার চেষ্টা করে পাক সেনা। তবে পাকিস্তানের সেই হামলা রুখে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement