Advertisement
Advertisement

Breaking News

Bihar

‘দলের প্রধানই পালিয়েছেন’, বিহারে নির্বাচনী লড়াই থেকে পিছু হটায় পিকেকে কটাক্ষ অনুরাগের

বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়।

Anurag Thakur takes Dig At Prashant Kishor Not Fighting Bihar Polls
Published by: Subhodeep Mullick
  • Posted:October 16, 2025 12:46 pm
  • Updated:October 16, 2025 4:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর এই সিদ্ধান্তের পরই পিকেকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “দলের প্রধানই পালিয়েছেন।” এর আগে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা পিকেকে কটাক্ষ করে বলেন, “প্রশান্ত অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়ী। ভোটকুশলী হিসাবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। সম্ভবত, তিনি বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে ভোটে দাঁড়ানো তাঁর বা তার দলের পক্ষে অনুকূল নয়। যদি তিনি নির্বাচনে হেরে যান, তাহলে ভবিষ্যতে তাঁর ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

বুধবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। দল সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনী রণকৌশল সাজানোই হবে আমার মুখ্য ভূমিকা। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে দলের ক্ষতি হবে। বরং এখন যে কাজটা করছি সেটাই করে যেতে চাই।” জন সুরজের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী পিকে আরও বলেন, “এই নির্বাচনে দলের ১৫০টির কম আসন পাওয়া আমাদের জন্য পরাজয়। এমনকী এটা যদি ১২০-৩০ হয় সেটাও আমাদের জন্য পরাজয়। আমরা ভালো ফল করলে বিহারকে দেশের সেরা ১০টি উন্নত রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলব। আর যদি ভালো ফল না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়েছে।”

উল্লেখ্য, কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে। নির্ঘণ্ট প্রকাশের পর জন সুরজ ঘোষণা করেছে এবার বিহারে ২৪৩ আসনেই লড়তে চলেছে তারা। দু’দফায় এখনও পর্যন্ত ১১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে পিকের দল। প্রশান্ত কিশোর নিজে ঘোষণা করেছিলেন এই নির্বাচনে প্রার্থী হবেন তিনি। যদিও শেষবেলায় সিদ্ধান্ত বদল করেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ