Advertisement
Advertisement
Rekha Gupta

পথকুকুর সরানো নিয়ে অভিযোগ জানাতে গিয়েই রেখাকে হামলা, পুলিশকে জানাল হামলাকারী!

দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগে আমল না দেওয়ায় ক্ষিপ্ত হন রাজেশ।

Attacker Says, Sought Help On Stray Dogs Issue but Rekha Gupta Ignored
Published by: Kishore Ghosh
  • Posted:August 21, 2025 3:38 pm
  • Updated:August 21, 2025 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাস্তা থেকে পথকুকুর যেন না সরানো হয়, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আর্জি জানান রাজেশ সাকারিয়া। তাঁর এই কথায় আমল না দেওয়াতেই রেখার উপরে হামলা চালান অভিযুক্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে একথা জানিয়েছেন রাজেশ। বুধবাসরীয় সকালে আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই আততায়ী? কেনই বা এই হামলা?

Advertisement

দিল্লি পুলিশের সূত্রে খবর, ৪১ বছর বয়সি রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া গুজরাটের রাজকোটের বাসিন্দা। রাজধানীতে কেন নিয়ে এসেছিলেন এবং কেন তিনি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করেছিলেন, এই সম্পর্কে অদ্ভুত দাবি করেছেন তিনি। কী বলেছেন তিনি? রাজেশ জানিয়েছেন যে ভগবান শিবের ভক্ত তিনি। শিবের নির্দেশেই উজ্জয়নী হয়ে দিল্লি পৌঁছন কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি মুখ্যমন্ত্রী সাহায্য পেতে। উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, পথকুকুর বিষয়টি দিল্লির বাসিন্দাদের সমস্যায় ফেলছে। এর একটা সমাধান জুরুরি। পরিকল্পনা মাফিক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি।

প্রসঙ্গত, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই বুধবার সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। অভিযুক্ত রাজেশ প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে। চড় মারার আগে তিনি ঢিলও ছোড়েন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পরে জানা যায় তথ্যটি ভুল। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement