Advertisement
Advertisement

Breaking News

Kejriwal

৫ হাজার কোটির বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্র! মমতার সুরেই অভিযোগ কেজরির

পাঞ্জাবের উন্নয়ন চায় না কংগ্রেসও, দাবি কেজরির।

Avind Kejriwal slams center for stopping funds in Punjab | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 18, 2023 10:57 am
  • Updated:December 18, 2023 10:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একশো দিনের কাজ, স্বাস্থ্য প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে তিনি দাবি করেছেন। এবার তাঁর সুরেই সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর দাবি, পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করেছে, তাতে বাগড়া দিচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। একই সঙ্গে কংগ্রেস ও শিরোমণি অকালি দল রাজ্যের উন্নয়ন চায় না বলেও কেজরিওয়াল দাবি করেছেন।

Advertisement

উল্লেখ্য, বিকাশ ক্রান্তি র‌্যালিতে যোগ দিয়ে এমন সমস্ত অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পাঞ্জাবে আপের সাফল্যে অনেক দলই হতাশ। তারা জোট বেঁধে কেন্দ্রের কাছে দরবার করেছে, যাতে রাজ্যের বকেয়া আটকে দেওয়া হয়। তারা কেন্দ্রকে বলেছে, আপ-কে কাজ করতে দেবেন না। ওরা এত কাজ করলে আমরা (প্রতিদ্বন্দ্বী দলগুলো) শেষ হয়ে যাব। ওরা নোংরামি করছে। এমনকী, স্বাস্থ্যের জন্য পাঞ্জাবের (Punjab) প্রাপ্য আটকে দেওয়া হয়েছে।” 

[আরও পড়ুন: করোনার দাপটে দেশে একদিনেই মৃত ৫, ভয় ধরাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, সতর্কবার্তা WHO-র]

মমতার পর ইন্ডিয়া জোটের দ্বিতীয় নেতা হিসাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন কেজরিওয়াল। সদ্য মমতা বলেন, রাজ্যের বিভিন্ন জনকল্যাণ প্রকল্পে কেন্দ্রকে অবিলম্বে বকেয়া দিতে হবে। না হলে গদি ছাড়তে হবে বিজেপিকে। মনরেগা, স্বাস্থ্য, আবাসন, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকা আটকে রয়েছে। এমনকী, জিএসটি বাবদ আয় থেকে রাজ্যের প্রাপ্য অংশও দেয়নি। ২০ ডিসেম্বর প্রাপ্য আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রসঙ্গত, পাঞ্জাবের গ্রামোন্নয়ন প্রকল্পে ৫,৫০০ কোটি টাকা আটকে আছে বলেও কেজরি দাবি করেন। ২০১৪ সাল থেকে দিল্লিতে আম আদমি পার্টির (AAP) সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি ও পাঞ্জাবে তারাই বিজেপি বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রবিবার কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেছেন যে, “দিল্লির মুখ্যমন্ত্রী কতদিন জেলের বাইরে থাকতে পারবেন তার কোনও গ্যারান্টি নেই। ইতিমধ্যেই তাঁর মন্ত্রিসভার অর্ধেক জেলে। আপনাদের (বিজেপি নেতা মনোজ তিওয়ারি ও দিল্লির বিজেপি জেলা সভাপতি ) এই সরকারের থেকে কোনও প্রত্যাশা নেই বলেই জানি। কারণ, তিনি নিজে কতদিন জেলের বাইরে থাকবেন, তার কোনও নিশ্চয়তা নেই।” দিল্লির একটি অনুষ্ঠানে স্মৃতি একথা বলে কেজরিকে পাল্টা তোপ দেগেছেন।

[আরও পড়ুন: ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে উদ্ধার দেহ, ঘনাচ্ছে রহস্য]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ