সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় পর্বের রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা শুরু হতে চলেছে মঙ্গলবার। মূল অনুষ্ঠানটি হবে ৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামমন্দিরের রাম দরবার এবং মন্দির চত্বরের আরও ছ’টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে স্বর্ণচূড়া বসানো হয়েছে গর্ভগৃহের মাথায়। যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রাণপ্রতিষ্ঠার আগে সোমবার সরযূ মদী থেকে একটি কলস যাত্রা করা হয়। এদিকে প্রাণপ্রতিষ্ঠা ঘিরে কড়াকড়ি করা হয়েছে মন্দির চত্বরের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ কর্মী।
ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ১০১ জন বৈদিক পণ্ডিত প্রাণপ্রতিষ্ঠার পুজো শুরু করবেন। প্রথম পর্যায়ে প্রায়শ্চিত্ব পুজো করা হবে। পণ্ডিত জয়প্রকাশ এবং আচার্য অমরনাথের নেতৃত্ব এই পুজো সম্পন্ন হবে। ট্রাস্টের সম্পাদক চম্পত রায় এই সময়ে সাধারণ মানুষকে মন্দির পরিদর্শন না করতে আহ্বান জানিয়েছেন। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মন্দিরে সমস্ত পাশ বাতিল করা হয়েছে। এদিকে প্রাণপ্রতিষ্ঠার বেশকিছু অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
জেলাশাসক নিখিল টিকারাম ফান্ডে জানিয়েছেন, রামমন্দির এবং হনুমানগড়ি উভয় স্থানে দর্শনার্থীদের জন্য বসবার জায়গা, পানীয় জল, ওআরএস-সহ আরও বেশকিছু ব্যবস্থা করা হয়েছে। জেলাজুড়ে জরুরি ভিত্তিতে হাসপাতালের বেড সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সুপার গৌরব গ্রোভার বলেন, “মন্দিরের ভিতরে ও বাইরে একাধিক স্থানে পরিদর্শন করা হয়েছে। মন্দির চত্বরের নিরপত্তা আরও জোরদার করা হয়েছে।”
উল্লেখ্য, গত বছর ২২ জানুয়ারী রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বহু বিশিষ্ঠ ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেসব বিতর্ক সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। আর এবার দ্বিতীয় পর্যায়ে রাম দরবার ও একাধিক মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.