সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্বাচন কেন্দ্র বারণসীতে নতুন অধ্যায়ের সূচনা হল। মন্ডুয়াডিহি স্টেশনের (Manduadih railway station) নাম পালটে হল ‘বনারস’ (Banaras)। আর স্টেশনের বোর্ডে হিন্দি, ইংরাজির পাশাপাশি সংস্কৃত এবং উর্দু ভাষাতেও লেখা হল সেই নাম।
উত্তর-পূর্ব রেলের (North Eastern Railway ) অন্তর্গত ছিল মন্ডুয়াডিহি স্টেশন। তা নতুনভাবে রং করে তা পুরো পালটে ফেলা হয়েছে। স্টেশনের সর্বত্র এখন ‘বনারস’ লেখা। টুইটারে সেই ছবি শেয়ার করে জানানো হয়েছে, এবার থেকে স্টেশনটির কোড হবে BSBS। সংস্কৃত এবং উর্দু ভাষাতেও স্টেশনের নাম লেখা হয়েছে বলে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
पूर्वोत्तर रेलवे के वाराणसी मंडल के मंडुवाडीह रेलवे स्टेशन का नाम परिवर्तित कर बनारस कर दिया गया है।
अब इस स्टेशन का नाम हिन्दी में बनारस,अंग्रेजी में BANARAS तथा स्टेशन का कोड BSBS होगा। इसके साथ ही इस स्टेशन की नाम पट्टिका पर संस्कृत और उर्दू में भी इसका नाम अंकित किया गया है।
— North Eastern Railway (@nerailwaygkp)
২০১৯ সালে মন্ডুয়াডিহি স্টেশনের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী মনোজ সিনহা। বর্তমানে তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। সেই বছরই তাঁর সেই প্রস্তাবে সায় দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government) । তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির জন্য পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাম পরিবর্তনের কাজ শুরু হয়। তার পাশাপাশি পুরো স্টেশনের ভোল পালটে ফেলা হয়। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই স্টেশনটি তৈরি করা হয়েছে। তাতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা, সুন্দর বাগান, চলমান সিঁড়ি। টিকিট বুক করার পরিষেবাও বেশ উন্নত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.