Advertisement
Advertisement

Breaking News

Bihar

যত কাণ্ড বিহারে! ৬ কোটিতে তৈরি ব্রিজ পরিত্যক্ত, সংযোগকারী রাস্তাই নেই

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থ জলে!

Bihar Bridge Built For 6 Crores But Can't Be Used
Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2025 12:39 pm
  • Updated:October 9, 2025 12:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড বিহারে! এবারও নেপথ্যে ব্রিজ। না ভাঙেনি। গল্প খানিক অন্য রকম। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের ৬ কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি হয়েছে চার বছর আগে। অথচ আজও ব্যবহারযোগ্য নয়। কেন? কারণ ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি হয়নি আজ অবধি। ফলে স্থানীয় মানুষেরা ব্রিজের সুবিধা পাচ্ছেন না।

Advertisement

এই ঘটনা কাটিহার জেলার। দণ্ডখোদা ব্লকের পাসন্ত সেতু নিয়ে যত ঝামেলা। বন্যাপ্রবণ গ্রামগুলিতে প্রতিবার পুরনো কাঠের ব্রিজ ভেঙে পড়ে। তৈরি হয় বিচ্ছিন্নতা। তা দূর করতেই পাসন্ত সেতু নির্মাণ করা হয়েছিল। যদিও ৬ কোটি টাকার ব্রিজের সুবিধা পাচ্ছেন না গ্রামবাসীরা। একপাশে ব্রিজ অবধি পৌঁছানোর কোনও রাস্তাই নেই! সেতুর ওই দিকটি শেষ হয়েছে একটি কৃষিখেতে। যার একাংশ আবার ব্যক্তিগত মালিকানার জমিতে পড়েছে। স্থানীয়দের একাংশ এবং বিশেষজ্ঞদের বক্তব্য, সেতু নির্মাণের সময় সঠিক পরিকল্পনা করা হয়নি। কোনও মতে নির্মাণ সম্পূর্ণ করা হয়।

পাসন্ত সেতুটি ব্যবহারযোগ্য হলে ১০-১২টি গ্রামের সঙ্গে কাটিহার জেলা শহরের সরাসরি সংযোগ তৈরি হত। জানা গিয়েছে, সেতুর কাজ শুরু হয়েছিল ২০২০ সালের ৩ সেপ্টেম্বর, শেষ হয় ২০২১ সালের ২ সেপ্টেম্বর। বিষয়টি স্বীকার করেছেন কাটিহার জেলা আধিকারিক মণীশ মিনা। তিনি বলেন, ঘটনার তদন্ত হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ