Advertisement
Advertisement
Bihar SIR

নিবিড় সংশোধনের পরও ভোটার তালিকায় অস্বচ্ছ্বতা, নাম মৃতদেরও! বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে

নতুন ভোটার তালিকা হবে সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত, দাবি কমিশনের।

Bihar SIR: Opposition Claims even new list is not clean
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2025 4:19 pm
  • Updated:July 27, 2025 4:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড় হওয়ার জোগাড়! বিহারের ভোটের তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৬৫ লক্ষ ভোটারের নাম! কিন্তু বিরোধীদের অভিযোগ, সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে, সেটাও ত্রুটিপূর্ণ। তাড়াহুড়োর চক্করে বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করছেন। ফলে সংশোধিত ভোটার তালিকাও ত্রুটিপূর্ণ।

Advertisement

বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, আরজেডি, তৃণমূল-সহ বিরোধীরা। ওই মামলায় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ভোটার তালিকায় এই সংশোধনীর প্রয়োজন ছিল। বিভিন্ন রাজনৈতিক দলই বিভিন্ন সময়ে ভোটার তালিকায় সংশোধনের দাবি জানিয়েছে। সেই তালিকায় কংগ্রেস, আপ-সহ বহু বিরোধী দল ছিল। নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকায় স্বচ্ছ্বতার প্রয়োজন। সেই লক্ষ্যেই বিশেষ নিবিড় সংশোধন করা।

কিন্তু পালটা বিবৃতিতে আরজেডি এবং এডিআর দাবি করল, কমিশন নতুন যে তালিকা বানিয়েছে সেটাও স্বচ্ছ্ব নয়। আরজেডির অভিযোগ, বুথ লেভেল অফিসাররা টার্গেট পূরণের জন্য ভোটারদের সঙ্গে কথা না বলেই ফর্ম পূরণ করে দিয়েছেন। অনেক ভোটারের নামে ফর্ম পূরণ হয়েছে, অথচ তিনি জানেন না। বহু মৃত ভোটারের নামেও এভাবেই ফর্ম ফিল আপ হয়েছে। ফলে ভুয়ো ভোটার ধরার যে দাবি কমিশন করছে, সেটাও ভ্রান্ত।

এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আগেই প্রবল আপত্তি জানিয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, এর ফলে বহু বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বস্তুত কমিশনের এই ভোটার তালিকা সংশোধনীকে ঘুরপথে এনআরসি করার চেষ্টা হিসাবেও দেগে দিয়েছে বিরোধী শিবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ