Advertisement
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে গেরুয়া শিবিরের জয়জয়কার, চাপে বিরোধীরা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের 'সেমিফাইনালে' অক্সিজেন পেল মহাজুটি। এই জয় বিজেপিকে বাড়তি স্বস্তি দেবে, নিশ্চিত ভাবেই। এই নির্বাচনে সাধারণ নাগরিকরা অংশ নেন না। স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটেই ফলাফল নির্ধারিত হয়।

BJP, allies sweep Maharashtra legislative council poll
Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2024 8:12 pm
  • Updated:July 12, 2024 8:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে অন্য বহু রাজ্যের মতোই মহারাষ্ট্রেও (Maharashtra) বিরাট ধাক্কা খেয়েছিল বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। কিন্তু এবার বিধান পরিষদের ভোটে দুরন্ত প্রত্যাবর্তন করল গেরুয়া শিবির। ১১টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী দিয়ে সব কটিতেই জিতেছে বিজেপি (BJP)। অন্যদিকে ৪টি আসনে প্রার্থী দিয়ে শিণ্ডে সেনা ও এনসিপির অজিত পওয়ার শিবিরও সব কটিতেই জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস জিতেছে মাত্র ১টিতে। গণনা শেষ হলে জানা যাবে সম্পূর্ণ ফলাফল।

Advertisement

এবছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ‘সেমিফাইনালে’ এই জয় বিজেপিকে বাড়তি স্বস্তি দেবে, নিশ্চিত ওয়াকিবহাল মহল। এদিকে নির্বাচনের আগে ক্রস ভোটিংয়ের আশঙ্কা ছিল। মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের রিসর্টে বন্দি করে রাখা হয়েছিল। এর পর ভোটের আগে তাঁদের নিয়ে যাওয়া হয় কড়া পাহারার মধ্যে দিয়ে। মহারাষ্ট্রের বিধান পরিষদের ‘বিধায়কদের জন্য সংরক্ষিত’ ১১টি আসনের এই নির্বাচনে প্রার্থী মোট ১২ জন। দক্ষিণ মুম্বইয়ের বিধান ভবন কমপ্লেক্সে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এর পর শুরু হয় গণনা। যদিও বিরোধীদের দাবি ছিল, প্রবল বৃষ্টির কারণে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হোক। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি। ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জন মহাজুটির। বাকি তিনজন বিরোধী মহা বিকাশ আঘাড়ির।

[আরও পড়ুন: রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ড! প্রকাশ্যে হাতুড়ি পিটিয়ে খুন বিজেপির মুসলিম নেতা]

প্রসঙ্গত, এই নির্বাচনে সাধারণ নাগরিকরা অংশ নেন না। স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটেই ফলাফল নির্ধারিত হয়। একদা এই বাংলাতেও বিধান পরিষদ ছিল। তবে গত শতকের সাতের দশকেই তা অবলুপ্ত হয়ে গিয়েছে। মহারাষ্ট্র ছাড়াও বর্তমানে দেশের আরও ৫টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। সেই রাজ্যগুলি হল- বিহার,অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশ।

[আরও পড়ুন: মাদক পাচারের চেষ্টা! হাতেনাতে গ্রেপ্তার ‘খলিস্তানি’ সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ