প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নিজেদের ১০১ প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। বুধবার গভীর রাতে গেরুয়া শিবিরের তরফে সম্পূর্ণ প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। বুধবারই রাঘোপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তার কয়েকঘণ্টার মধ্যেই রাঘোপুর থেকে সতীশ কুমার যাদবকে প্রার্থী করল বিজেপি। সবমিলিয়ে ১৬ জন বিধায়ককে এবার বিহারের প্রার্থীতালিকা থেকে ছেঁটে ফেলেছে পদ্মশিবির।
বুধবার দুপুরে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি। প্রত্যাশিতভাবেই টিকিট দেওয়া হয় সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো ভোজপুরী শিল্পী মৈথিলী ঠাকুরকে। লোকগীতির জগতে অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিহারের মধুবণী জেলায় জন্ম নেওয়া মৈথিলী। বরাবরই হিন্দুত্ববাদে বিশ্বাসী মৈথিলীকে দ্বারভাঙার আলিনগর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও শান্ত কিশোরের জন সুরাজ পার্টি থেকে গেরুয়া শিবিরে নাম লেখানো প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ মিশ্রকেও টিকিট দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে।
খানিকটা অপ্রত্যাশিতভাবে বুধবার রাতে তৃতীয় অর্থাৎ শেষ দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বিজেপি। সেই তালিকায় অবশ্যই সবচেয়ে হাইভোল্টেজ নাম সতীশ কুমার যাদব। রাঘোপুর থেকে লড়বেন তিনি। উল্লেখ্য, এই রাঘোপুর হল লালুপ্রসাদ যাদবের গড়। লালু ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবী এই আসন থেকে জিতেছেন। এবার সেখান থেকে লড়বেন তেজস্বী। আরজেডি নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতীশ। উল্লেখ্য, ২০১০ সালে জেডিইউর টিকিটে রাঘোপুরে রাবড়ি দেবীকে হারিয়েছিলেন তিনি। ওই আসনে চঞ্চল সিংকে প্রার্থী করেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি।
উল্লেখ্য, গত রবিবারই বিহারে আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে খারিজ করেছে গেরুয়া শিবির। নীতীশ বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসনে লড়াই করার দাবি করেছিলেন। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে রাষ্ট্রীয় লোক মোর্চা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.