ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাক সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে তুলনা বিজেপির। কংগ্রেস সাংসদকে আধুনিক মীরজাফর বলে কটাক্ষ করে একফ্রেমে রাহুল ও মুনিরের অর্ধেক মুখ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বিজেপি নেতা অমিত মালব্য। অন্যদিকে পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখ শেয়ার করে তোপ দাগল কংগ্রেস। সব মিলিয়ে অপারেশন সিঁদুরের পর এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াইয়ে নামল কংগ্রেস ও বিজেপি।
It is not surprising that Rahul Gandhi is speaking the language of Pakistan and its benefactors. He hasn’t congratulated the Prime Minister on the flawless , which unmistakably showcases India’s dominance. Instead, he repeatedly asks how many jets we lost—a…
Advertisement— Amit Malviya (@amitmalviya)
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল তারা ভারতের ৫ বিমান ধ্বংস করেছে। এই ইস্যুতে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন রাহুল গান্ধী। এর পালটা কংগ্রেস সাংসদকে নিশানায় নিয়ে কড়া সুরে আক্রমণ শানান বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, ‘রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাননি উনি। অথচ প্রশ্ন তুলছেন যুদ্ধে আমরা কতগুলি বিমান খুঁইয়েছি। এর উত্তর ইতিমধ্যেই সেনার তরফে দেওয়া হয়েছে।’ সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে একফ্রেমে রাহুল ও মুনিরের অর্ধেক মুখ। এর পাশাপাশি আর একটি পোস্টারে অমিত লেখেন, ‘রাহুল গান্ধী হলেন আধুনিক যুগের মীরজাফর।’
Rahul Gandhi is the new age Mir Jafar.
— Amit Malviya (@amitmalviya)
বিজেপির এই পোস্টার সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই পালটা সরব হয় কংগ্রেস। একই পদ্ধতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে নরেন্দ্র মোদির একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে কংগ্রেস। যেখানে লেখা, ‘এক বিরিয়ানি দেশ পার ভারী’। অর্থাৎ বিরিয়ানি দেশের জন্য বিপদ ঢেকে আনল। কংগ্রেসের এই পোস্টারের নেপথ্যে রয়েছে পুরনো এক গল্প। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে হঠাৎ একদিন পাকিস্তান সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। সেই প্রসঙ্গ তুলেই এবার বিজেপিকে জবাব দিল কংগ্রেস।
एक बिरयानी देश पर भारी 😡
— Bihar Congress (@INCBihar)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.