Advertisement
Advertisement

Breaking News

BJP

‘বাঙালি বিরোধী’ তকমা হটানোর মরিয়া চেষ্টা! ভিনরাজ্যে দুর্গাপুজোয় বাঙালি নেতাদের পাঠাবে বিজেপি

কোন কোন নেতা যাচ্ছেন ভিনরাজ্যের পুজোয়।

BJP will send leaders from WB to durga puja of other states
Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2025 12:12 pm
  • Updated:August 29, 2025 12:12 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: দুর্গাপুজো নিয়ে তোড়জোড় শুরু বিজেপির অন্দরে। বাংলার বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। তাই দুর্গাপুজোকে সামনে রেখেই দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে বিজেপি।

Advertisement

তাদের বিরুদ্ধে বাংলাভাষা ও বাঙালি বিরোধী বলে যে তকমা লেগেছে এবং দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের যেভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তা সামলাতে দুর্গাপুজোকে হাতিয়ার করেই মাঠে নামতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে, বাংলার বিজেপি নেতারা ভিন রাজ্যে দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে বাঙালিদের সঙ্গে জনসংযোগ করবেন।

আগামী সপ্তাহে, সম্ভবত মঙ্গলবার কলকাতায় দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পদক সুনীল বনশল ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে এ বিষয়ে বৈঠক করবেন। বঙ্গ বিজেপির কোন কোন নেতাকে ভিনরাজ্যে দুর্গাপুজো প্যান্ডেলে পাঠানো হবে, তার সম্ভাব্য তালিকাও তৈরি করে ফেলেছেন বনশলরা। সেই তালিকায় প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, দেবশ্রী চৌধুরি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখের নাম রয়েছে। কলকাতায় বৈঠকের আগে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে এ নিয়ে একপ্রস্থ বৈঠকও ফেলেছেন চুঘ।

এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এদিনই বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এবারেও ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ অভিযান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাতে দেশের বিভিন্ন রাজ্যে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছতা অভিযান, ম্যারাথন-সহ একাধিক কর্মসূচি পালন করা হবে। বাংলা থেকে বৈঠকে উপস্থিত ছিলেন লকেট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ