সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নাবালক ও কিশোরকে নৃশংস অত্যাচার! বেধড়ক মারধরের পাশাপাশি তাঁদের প্রস্রাব পান করানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার পুরীর একটি গ্রামে। তবে পুলিশি তদন্তে জানা গিয়েছে, ভুলবশত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। অন্য দু’জনের খোঁজে ছিল হামলাকারীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।
আহত নাবালকের দাবি, সে এবং ওই কিশোর গ্রামের মেলা দেখতে যাচ্ছিল। পথেই কয়েকজন দুষ্কৃতী আচমকা তাদের উপর চড়াও হয়। বিদ্যুতিক খুঁটিতে বেঁধে লোহার রড দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, জোর করে প্রস্রাব খাওয়ানোর পাশাপাশি তাদের গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয় বলেও দাবি আহত নাবালকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গ্রামের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। হামলাকারীরা পাশের গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা অন্য দু’জনের খোঁজে ছিল। কিন্তু ভুলবশত তারা ওই নাবালক ও কিশোরের উপর হামলা চালায়।
পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে। বর্তমানে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “কাউকে রেয়াত করা হবে না। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.