সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমির। জলে-স্থলে দুই জায়গাতেই থাকতে পারে। আকারে বিশাল হলেও চলাফেরা করে সন্তর্পণে। চুপিসাড়ে এসেই কখন শিকারকে খামচে ধরে টেনে নিয়ে যায়, কাকপক্ষীতেও টের পায় না। কিন্তু সবটাই ওরা করে পেটের তাগিদে। এটাই প্রকৃতির নিয়ম। দেখতে ভয়ঙ্কর হলেও যে প্রকৃতির অন্যতম অঙ্গ ওরাও।
[১০ জুলাইয়ের মধ্যে মালিয়াকে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের]
এমন একটি ভয়ঙ্কর প্রাণীকে সামনে থেকে দেখলে অনেকেরই পিলে চমকে যেতে বাধ্য। কিন্তু বিপদে পড়লে সাহায্য করাই মানবিকতার সেরা নিদর্শন। যা করে দেখালেন কর্নাটকের গুটিকয়েক কৃষক। দেখুন কীভাবে প্রাণের তোয়াক্কা না করেই যারা কাদার মধ্যে ঝাঁপিয়ে বাঁচালেন বিশাল এক কুমিরকে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের কুরতি গ্রামে। রোজকার মতো মাঠে কাজ করতে গিয়েছিলেন একদল কৃষক। তাঁদের মধ্যেই একজন হঠাৎ দেখতে পান দূরে কাদার মধ্যে কিছু একটা আটকে রয়েছে। গাছের গুড়ির মতো দেখতে হলেও মনে হল একটু যেন নড়াচড়া করছে। এলাকার নদীতে কুমীরের দেখা কমবেশি দেখতে পাওয়া যায়। এখন গরমের তাপে সে নদী প্রায় শুকিয়ে এসেছে। পাড়ে রয়েছে একহাঁটু কাদা। সেই কাদাতেই আটকে ছিল কুমীরটি। একটু কাছে যেতেই পুরো বিষয়টি পরিষ্কার হয় কৃষকদের কাছে।
[পাত্র আরবে, যোগীর রাজ্যে মুসলিম কন্যার বিয়ে ভিডিও কনফারেন্সেই]
দ্বিতীয়বার ভাবেননি তাঁরা। প্রায় সঙ্গে সঙ্গে কাদার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। প্রথমে দুই-একবার দূর থেকে কাদা ছুড়ে দেখেন তখনও কুমিরটা সাড়া দিচ্ছে কিনা। সামান্য হলেও সাড়া মেলে। সাহস করে পিছন থেকে এক যুবক গিয়ে ধরে ফেলেন কুমিরটিকে। তারপর সবাই মিলে ধরে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। জল দিয়ে পরিষ্কার করার পর একটু সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
[টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন স্বামী ওম, বিতর্কিত ভিডিও ভাইরাল]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.