সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কেরল ছাড়ল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ যুদ্ধবিমান। পাঁচ সপ্তাহ আগে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর থেকে সেখানেই ছিল বিমানটি। ২২ দিন ধরে রানওয়েতে দাঁড়িয়ে থাকার পর ব্রিটিশ ইঞ্জিনিয়াররা পরিদর্শন করার পর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই যুদ্ধবিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে নানা জল্পনা দেখা গিয়েছিল। অবশেষে মঙ্গলবার সকালে কেরল থেকে টেক অফ করে যুদ্ধবিমানটি।
সোমবারই যুদ্ধবিমানটিকে টেক অফের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। তারপরেই মঙ্গলবার সকালে ব্রিটেনের উদ্দেশে টেক অফ করে যুদ্ধবিমানটি। সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই ‘এফ-৩৫বি’। গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই উড়ানটি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। জানা যায়, বিমানটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। তারপর ২২ দিনের বেশি বিমানটি রানওয়েতেই দাঁড়িয়েছিল।
British High Commission Spokesperson says, “A UK F-35B aircraft, which landed following an emergency diversion on June 14, departed today from Thiruvananthapuram International Airport. A UK engineering team, deployed since July 06 completed the repairs and safety checks, allowing…
— ANI (@ANI)
এই পরিস্থিতিতে যুদ্ধবিমানটির মেরামতের জন্য ৪০ সদস্যের দল একটি দলও পাঠিয়েছিল ব্রিটেন। কিন্তু পরীক্ষানিরীক্ষার পর জানা যায় ভারতে এটি মেরামত করা সম্ভব নয়। কারণ, বিমানটির হাইড্রোলিকে বেশ কিছু জটিল সমস্যা রয়েছে। এর পর নতুন করে আরও একটি ইঞ্জিনিয়ারদের দল পাঠায় ব্রিটেন। তাঁরাই বিমানটিকে হ্যাঙারে সরানোর সিদ্ধান্ত নেয়। ফলে ২২ দিন পর সেটিকে রানওয়ে থেকে সরিয়ে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়। সেখানেই মোরামতির পর অবশেষে মঙ্গলবার কেরলের মাটি ছাড়ল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ যুদ্ধবিমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.