Advertisement
Advertisement

Breaking News

Kerala

ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা! কেরলে জরুরি অবতরণ যুদ্ধবিমানের

নেপথ্যে কী কারণ?

British Fighter Jet Makes Emergency Landing At Kerala Airport
Published by: Subhodeep Mullick
  • Posted:June 15, 2025 2:06 pm
  • Updated:June 15, 2025 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তার মাঝেই আকাশে ফের দুর্ঘটনার আশঙ্কা। কেরলে জরুরি অবতরণ করল একটি ব্রিটিশ যুদ্ধ বিমান। সূত্রের খবর, মাঝ আকাশে জ্বালানি তলানিতে চলে যাওয়ার কারণেই তড়িঘড়ি অবতরণ করতে হয় বিমানটিকে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাতে ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই রাত সাড়ে ন’টা নাগাদ তড়িঘড়ি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি এখনও কেরলেই রয়েছে।

পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধ বিমানটি ব্রিটেনের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বেশ কয়েকদিন ধরেই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এটি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছিল। বিশেষ এই প্রজাতির বিমানটি স্বল্প সময়ে টেক অফ এবং উল্লম্ব অবতরণ করতে সক্ষম। তাছাড়া রানওয়ে ছাড়াও এটি সরাসরি মাটি থেকে আকাশে উড়তে পারে আবার মাটিতেই অবতরণ করতে পারে। তবে এই জরুরি অবতরণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ঘটনা অস্বাভাবিক হলেও নজিরবিহীন নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement