Advertisement
Advertisement

Breaking News

Mumbai-Ahmedabad Highway

মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ সদস্য

আহত হয়েছেন এক শিশু-সহ আরও কয়েকজন।

Car Crashes Into Container On Mumbai-Ahmedabad Highway, 3 dies

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:June 1, 2025 11:08 am
  • Updated:June 1, 2025 12:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথদুর্ঘনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। আহত হয়েছেন এক শিশু-সহ আরও কয়েকজন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে গুজরাট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল একটি চারচাকা গাড়ি। মুম্বই-আমেদাবাদ হাইওয়ের মেনধাওয়ান ঘাটের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। পৌঁছয় পুলিশও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সখানেই তাঁরা চিকিৎসাধীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালকের অসাবধানতার কারণেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশের আধিকারিক বলেন, “গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। তারপরই সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকা ধাক্কা মারে। ফলে গাড়িটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। আহতদের মধ্যে রয়েছেন একজন শিশুও। আপাতত তাঁরা চিকিৎসাধীন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ