সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দু’বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক। কোনও পড়ুয়া নিজের ‘পারফরম্যান্স’ শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারিতে। তাতে সব পড়ুয়াকেই বসতে হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে। মে মাসে দ্বিতীয়বার একই শ্রেণির পরীক্ষা হবে। এই পরীক্ষাটি ঐচ্ছিক। যে সব পড়ুয়া নিজেদের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট নয়, তারা ফের এই পরীক্ষায় বসতে পারে। কোনও পড়ুয়া যদি ফেব্রুয়ারির পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয়ে ‘ফেল’ করে সেও মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। দুই পরীক্ষার আগেই একবার করে ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ হবে।
গত ফেব্রুয়ারিতেই এই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই পরিকল্পনায় ছাড়পত্র দিল কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সে সময় জানান, “পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনযোগ করে।” এই বিষয়ে শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, “আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু সেখার দিকে মনযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.