সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু দোষী সাব্যস্ত হয়েছেন। গারদের ওপারে গিয়েও নাকি ‘জামাই আদরে’ রয়েছেন। এদিকে তাঁর গ্রেপ্তারির জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। কেন এক ধর্ষকের জন্য এত হিংসা, এত হানাহানি? এই প্রশ্নেই সরব হয়েছে বলিউড। ফারহান আখতার, অনুপম খের, ঋষি কাপুর থেকে রবীনা ট্যান্ডন, এষা গুপ্তা সকলেই শেয়ার করেছেন নিজেদের মতামত। কেউ আপনজনের সুস্থতার কামনা করেছে, আবার কেউ স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের তুলোধোনা করেছেন।
Advertisement— Farhan Akhtar (@FarOutAkhtar)
Attach all Dera properties and sell them to compensate the national loss by arson and vandalism. Shame Gurmeet followers. No respect for you
— Rishi Kapoor (@chintskap)
[বাবা গো বাবা! যৌন কুকীর্তিতে কম যান না এই ‘বাবা’রাও]
Violence is what seems to have taught his followers. This is nonsense & Govt. needs to use full force to STOP it NOW.
— Anupam Kher (@AnupamPkher)
The way the followers are reacting,rioting,itself proves what the cult was all about…saddened to see such shameful goons on the loose .
— Raveena Tandon (@TandonRaveena)
Again.. riots in the name of religion.. .. prayers with all those stuck in the riots stricken areas/states 🙏🏽
— Esha Gupta (@eshagupta2811)
এদিকে রাম রহিমকে নিয়ে টুইট করতে গিয়ে বিপাকে পড়েন বলিউডের ‘জেন্টলম্যান’ সিদ্ধার্থ মালহোত্রা। প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার অনুরোধ করে নেটিজেনদের রোষের শিকার হন অভিনেতা। পরে আবার সে টুইটের সাফাই দিয়ে তিনি বলেন, রায় দেওয়ার আগেই টুইট করেছিলেন তিনি।
To all the people of Haryana , please stay safe. Hope you can see our film soon
— Sidharth Malhotra (@S1dharthM)
To people who are commenting on my morning tweets,they were made before the verdict ! Thoughts n prayers
— Sidharth Malhotra (@S1dharthM)
[হনুমান মন্দিরের মাথায় উড়ছে ‘পাক পতাকা’, ছড়াল তীব্র উত্তেজনা]
টুইটারে সরব হয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীরও। ধর্মগুরুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ধর্মীয় ব্যবসার আদর্শ উদাহরণ’। তবে এ বিষয়ে সরাসরি মতামত প্রকাশ না করলেও হরভজন সিং জানিয়েছেন, ‘যে কোনও কাহিনিরই তিনটি সত্য থাকে। আপনার, তাঁদের ও সত্য।’
Wonder what Ram & Rahim are thinking about the ‘Insaan’ & his misdeeds today! A classic case of religion marketing!
— Gautam Gambhir (@GautamGambhir)
DON’T
Believe in everything you hear or you see. There are always 3 sides to every story—your’s, theirs and the truth.
Good morning— Harbhajan Turbanator (@harbhajan_singh)
সত্য যে কী, সে বিষয়ে ভারতীয় দলের টারমিনেটর খোলসা করে না বললেও নেটিজেনদের অধিকাংশই ‘ধর্ষক’ ডেরা সাচা সওদা সংগঠনের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
[ভয়াবহ আগুনে পুড়ে ছাই জনশতাব্দী এক্সপ্রেসের কামরা, ছড়াল আতঙ্ক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.