ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ বছর পর হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে, দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাঁদের তথ্য আপলোড করতে পারবেন। নভেম্বর মাসের ১ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে।
রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউজ লিস্টিং এবং গৃহ সমীক্ষা। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন ১ থেকে ৭ নভেম্বর।
২০২৭ সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে। এই প্রথমবার দেশে জাতিগণনা করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে, জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করা হবে। জনগণনার প্রশ্ন, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের কর্মক্ষমতা সবকিছুর মূল্যায়ণ করা হবে। এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে।
দেশে পুরোদমে জনগণনা শুরু হতে আরও দু’বছরের অপেক্ষা করতে হবে। যে সব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে, সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে ২০২৭ সালের ১ মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে ২০২৬ সালের অক্টোবরে। প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়। কিন্তু ২০১১-র পর এদেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারীর জেরে তা পিছিয়ে দেওয়া হয়। মোদি জমানায় এটাই প্রথম জনগণনা হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.