Advertisement
Advertisement

Breaking News

AAP

কেজরিকে খুনের ষড়যন্ত্র বিজেপি ও দিল্লি পুলিশের! বিস্ফোরক দাবি আপের

নিরাপত্তা ফেরাতে কমিশনকে চিঠি দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।

Centre, Delhi Police conspiring to kill former Delhi CM Arvind Kejriwal, blem AAP
Published by: Amit Kumar Das
  • Posted:January 24, 2025 6:24 pm
  • Updated:January 24, 2025 6:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে খুনের সড়যন্ত্র! খোদ বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন দিল্লি মুখ্যমন্ত্রী অতিশী। শুধু তাই নয়, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যৌথভাবে কেজরির নিরাপত্তার দাবিতে চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে।

Advertisement

এক সপ্তাহে দুবার হামলা চলেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর। শনিবারের পর বৃহস্পতিবারও কেজরির উপর হামলার অভিযোগ তুলেছে আপ। দিল্লির শাসকদলের দাবি, দিল্লির হরিনগর এলাকায় একটি জনসভা ছিল কেজরির। সেই জনসভায় যাওয়ার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিরোধী দলের কর্মীরা। আপের অভিযোগ, দিল্লি পুলিশের সমর্থনেই নাকি হামলা চালানোর সুযোগ পেয়েছে সেই দুষ্কৃতীরা। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই পাঞ্জাব পুলিশের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার হয়েছে কেজরির। এই ঘটনায় সুর চড়িয়ে অতিশী বলেন, “হামলাকারীদের থেকে কেজরিকে রক্ষার পরিবর্তে হামলাকারীদের বাঁচাচ্ছে দিল্লি পুলিশ। অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার ভয়ংকর ষড়যন্ত্র চলছে।” অতিশীর অভিযোগ, “বিরাট এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে দুই কাণ্ডারি একদিকে বিজেপি। যাঁদের কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে কেজরিকে পাথর ছুড়ছে, লাঠি নিয়ে আসছে, স্পিরিট স্প্রে করছে। এবং অন্যদিকে রয়েছে অমিত শাহের অধিনে থাকা দিল্লি পুলিশ।”

আসলে দিল্লির পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্র। রাজধানীর নিরাপত্তা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। ভালো করে বলতে গেলে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব অমিত শাহর দপ্তরের। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, পাঞ্জাব পুলিশের কর্মীরা কেজরির সঙ্গে থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে।

তারপরই বৃহস্পতিবার রাতে পাঞ্জাব পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অরবিন্দ কেজরিওয়ালকে আর তারা নিরাপত্তা দেবে না। আপের দাবি, দিল্লি পুলিশ পাঞ্জাব পুলিশকে বাধ্য করেছে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করতে। আবার পালটা বিজেপি বলছে, পাঞ্জাব পুলিশকে ডেকে বাড়তি নিরাপত্তার প্রশ্নটা আসছে কেন? তাহলে কি দিল্লি পুলিশকে ভরসা করতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী? এই নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপোড়েনের মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন অতিশী। পাশাপাশি কেজরির পাঞ্জাব পুলিশের নিরাপত্তা ফেরাতে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ