Advertisement
Advertisement
B R Gavai

‘সংবিধান সবার উপরে, সংসদ নয়’, কলেজিয়াম বিতর্কের মধ্যেই কেন্দ্রের দিকে ‘ইঙ্গিত’ প্রধান বিচারপতির

সরকারের সঙ্গে বিচারবিভাগের 'বিরোধ' আরও বাড়ছে!

Chief Justice B R Gavai stated the Constitution of India is supreme over all democratic wings
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2025 11:09 am
  • Updated:June 26, 2025 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলের কলেজিয়াম বিতর্ক ফিরছে! ক’দিন আগে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার ঘুরিয়ে আইনসভাকেই ‘খাটো’ করে দেখালেন প্রধান বিচারপতি বি আর গাভাই। প্রধান বিচারতি স্পষ্ট বলে দিলেন, গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম, সংসদ নয়।

মাস খানেক আগে বিচারবিভাগের শীর্ষ পদের দায়িত্ব পান গাভাই। তিনি দেশের দ্বিতীয় দলিত বিচারপতি। তারপর থেকে লাগাতার গণতন্ত্রের মূল তিনটি বিভাগের সমন্বয়ের কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। অতীতে তাঁকে এমনটাও বলতে শোনা গিয়েছে, “গণতন্ত্রের তিনটি স্তম্ভ—বিচারব্যবস্থা, আইনসভা এবং কার্যনির্বাহী সমান। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।” আচমকা খানিকটা হলেও সেই অবস্থান থেকে সরে এলেন প্রধান বিচারপতি।

মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বললেন, “আজকাল একটা চর্চা শুনছি, গণতন্ত্রের তিন স্তম্ভের মধ্যে কোনটা সর্বোত্তম। অনেকে বলেন, সংসদই সর্বোত্তম। কিন্তু আমার মনে হয় সংবিধানই সর্বোত্তম? কারণ গণতন্ত্রের তিনটি স্তম্ভই কাজ করে সংবিধানের অধীনে।” প্রধান বিচারপতির বক্তব্য, সংসদ সংবিধান সংশোধন করতে পারে ঠিকই কিন্তু সংবিধানের মূল কাঠামো কোনওভাবেই বদলে ফেলতে পারে না।” বিচারপতি গাভাই বলছেন, “বিচারপতিরাও ইচ্ছামতো রায় দিতে পারেন না। বা ইচ্ছামতো যা খুশি বলে দিতে পারেন না। আমাদের প্রত্যেককে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই কাজ করতে হয়।”

প্রধান বিচারপতির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এমনিতে কলেজিয়াম সিস্টেম নিয়ে সরকারের সঙ্গে বিচারবিভাগের দ্বন্দ্ব দীর্ঘদিনের। গাভাই প্রধান বিচারপতি হওয়ার পর যেভাবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে সরকারের সঙ্গে বিচারবিভাগের ‘বিরোধ’ আরও বেড়েছে। সেই আবহে প্রধান বিচারপতির মন্তব্য বেশ ইঙ্গিতবাহী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement