হেমন্ত মৈথিল, লখনউ: গোস্বামী তুলসিদাসের ৫২৮তম জন্মবার্ষিকীতে চিত্রকূটের রাজাপুরে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখানকার সমৃদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরলেন তিনি। জানালেন চিত্রকূট বিশ্বাস ও আত্মনির্ভরতার কেন্দ্র হয়ে উঠবে।
এক জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী স্মরণ করিয়ে দেন, ভগবান শ্রীরাম চিত্রকূটে এগারো বছরেরও বেশি সময় কাটিয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে, এই পবিত্র ভূমি গোস্বামী তুলসীদাস, মহর্ষি বাল্মীকি এবং নানাজি দেশমুখের মতো পূজনীয় ব্যক্তিত্বদের কর্মভূমিও। এই পুণ্যভূমি বিশ্বাস, নিরাপত্তা আত্মনির্ভরতার কেন্দ্র হয়ে উঠবে বলেই আশ্বাস দিলেন যোগী। পাশাপাশি রামবন গমন মার্গ, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, ডিফেন্স করিডর ও চিত্রকূটের পর্যটন পরিকাঠামোর উন্নয়ন নিয়েও মুখ খুললেন তিনি। এদিন তুলসি জন্মকুটিরে প্রার্থনা করার পাশাপাশি মানস মন্দিরে গিয়ে শ্রীরামচরিতমানসের হাতে লেখা পাণ্ডুলিপিও দর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
পরে, গনিওয়ানের কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যোগী গোস্বামী তুলসীদাসের একটি বিশাল মূর্তি উন্মোচন করেন। হরিশঙ্করী চারা রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা প্রচারও করেন। তিনি কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত প্রদর্শনীগুলিও ঘুরে দেখেন। পরমানন্দ আশ্রম পদধাতি বিদ্যালয়ে শিশুদের সঙ্গেও সময় কাটান তিনি। তাদের মধ্যে চকোলেট বিতরণ করেন এবং ছবি তোলার জন্য পোজও দিতে দেখা যায় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.