Advertisement
Advertisement

Breaking News

Kerala

কেরলে দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Class 10 student found dead in Kerala school hostel, police launch probe
Published by: Subhodeep Mullick
  • Posted:July 10, 2025 6:44 pm
  • Updated:July 10, 2025 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের বারান্দা থেকে উদ্ধার হল এক দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুঝা জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সে আত্মঘাতী হয়েছে। কিন্তু কেন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম নেহা। বাড়ি হরিপাদ এলাকায়। বাড়ি থেকে স্কুলের দুরত্ব বেশি হওয়ায় সে হস্টেলে থাকত। এদিন ভোর চারটে নাগাদ হস্টেলের শৌচাগার সংলগ্ন বারান্দায় নেহার ঝুলন্ত দহ দেখতে পায় তার এক সহপাঠী। তার চিৎকারে ছুটে আসেন হস্টেলের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেহা আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় স্তম্ভিত মৃতার পরিবারও। স্কুল সূত্রে জানা গিয়েছে, নেহা নিয়মিত বাস্কেটবল খেলত। ঘটনার আগের দিনই হোস্টেলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এই ঘটনায় আশ্চর্য স্কুলের শিক্ষকরাও।

পুলিশের এক আধিকারিক বলেন, “খবর পেয়ে আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement