সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জলপথে পাক অনুপ্রবেশ বানচাল করে দিল ভারত। গুজরাতের কচ্ছ উপকূলবর্তী এলাকা থেকে আটক করা হল ২৬ জন পাক মৎস্যজীবীকে।
প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর, সোমবার পাঁচটি নৌকায় মোট ২৬ জন পাক মৎস্যজীবী ভারতের জলসীমান্ত পার হয়ে ঢুকে পড়ে। উপকূলরক্ষা বাহিনীর সি-৪১৯ জাহাজ সেই ২৬জনকে ধরে ফেলে। উদ্ধার করা হয়েছে পাঁচটি নৌকাকেও। তদন্তের জন্য পরে সেই নৌকাগুলিকে জাখাউ বন্দরে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৎস্যজীবীদের।
ভারত-পাক জলপথ সীমান্তে অবশ্য এই ঘটনা নতুন নয়। গত মাসে পাকিস্তানে কমপক্ষে ৪৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, আরবসাগর দিয়ে পাক এলাকায় অনুপ্রবেশ করেছিল ওই মৎস্যজীবীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.