প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল! ১৬ মাস ধরে বছর কুড়ির এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৭ জনের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের বনাসকান্থা জেলায়।
বুধবার এনিয়ে পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে পালানপুরের একটি কলেজে ভর্তি হন ওই তরুণী। সে সময় ইনস্টাগ্রামে বিশাল চৌধুরী নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। যা গড়ায় বন্ধুত্বে। সেই বছরের নভেম্বরে একটি হোটেলে খাবার খাওয়ার আমন্ত্রণ জানায় ওই বিশাল। সেই ডাকে সাড়া দিয়ে সেখানে চলে যান তরুণী। বিশালও এই ৭ অভিযুক্তের মধ্যে একজন। পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতার অভিযোগ, ওই দিন ইচ্ছে তাঁর জামায় খাবার ফেলে দেয় বিশাল। তারপর পরিষ্কার করার নামে ঘরে নিয়ে যায় তাঁকে। তিনি যখন বাথরুমে গিয়ে যখন জামা খোলেন তখন লুকিয়ে বিশাল ভিডিও করে নেয়।
পুলিশ আরও জানিয়েছে, ওই ভিডিও দেখিয়ে এরপর তরুণীকে লাগাতার ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্ত বিশাল। এইভাবে সে তরুণীকে বাধ্য করে যৌন সম্পর্কে লিপ্ত হতে। এমনকী বিশালের বন্ধুরাও নিজের যৌন লালসা মেটায় এইভাবে। অভিযোগ, দীর্ঘ ১৬ মাস ধরে নগ্ন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তরুণীকে ধর্ষণ করে মোট ৭ জন। সোমবার এফআইআর দায়ের করেন নির্যাতিতা। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পালানপুর পুলিশ। ছয়জনকে শনাক্ত করা গেলেও একজনকে এখনও চিহ্নিত করা যায়নি। অভিযুক্তদের খুঁজতে পৃথক দল গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.