প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ধর্ষণের অভিযোগ। ফের ওড়িশা। ১৯ বছরের কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে। এবার ঘটনাস্থল রাজধানী ভুবেনশ্বর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতা ভুবনেশ্বরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তাঁর অভিযোগ, ১৮ মার্চ ভুবনেশ্বরের মাস্টার ক্যান্টিন চকে দুই বন্ধুর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা একটি গাড়িতে গল্প করছিলেন। সেই সময় আরেকজন তাঁদের সঙ্গে যোগ দেয়। সে নিজেকে উদিত প্রধান বলে পরিচয় দিয়ে বলে, সে এনএসইউআই-এর ওড়িশা শাখার সভাপতি। এরপর তারা প্রত্যেকেই একটি হোটেলে গিয়ে ওঠেন। অভিযোগ, সেখানেই ঠান্ডা পানীয়তে কিছু মিশিয়ে বেহুঁশ করে তরুণীকে ধর্ষণ করে উদিত।
নির্যাতিতা জানিয়েছেন, “গাড়িতে বসে গল্প করার সময় উদিত আমাকে বাজেভাবে স্পর্শ করছিল। এরপর ওরা আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে ওরা মদ্যপান শুরু করে। আমি মদ্যপান করি না। উদিত আমাকে ঠান্ডা পানীয় দেয়। তারপর আমার শরীর খারাপ করতে শুরু করে। আমি ওদের বাড়িতে ছেড়ে দিতে বলি। তারপর অজ্ঞান হয়ে যাই। নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, “আমার জ্ঞান ফিরে আসার পর দেখি উদিত প্রধানকে আমার পাশে শুয়ে আছে। আমি ব্যথা অনুভব করি এবং বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু একটা ঘটেছে।” অভিযোগ জানানোর পরই নিজেকে যুবকংগ্রেসের নেতা দাবি করা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেশী রাজ্যে লাগাতার ভয়াবহ কাণ্ড সামনে আসছে। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আগে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন একছাত্রীস। অন্যদিকে, এক ছাত্রীকে ঘরের মধ্যে আগে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি শাসিত রাজ্যের একের পর এই নির্যাতনের অভিযোগে তোলপাড় ওড়িশার রাজনাীতি। কংগ্রেস যার তীব্র প্রতিবাদ জানিয়েছে পথে নেমেছে। কংগ্রেস-সহ ৮ বিরোধী দলের বনধে ব্যাপক সাড়া মিলেছিল। এবার এক কংগ্রেস যুব নেতার বিরুদ্ধেই কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় ওড়িশায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.