সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির (Ram Temple) উদ্বোধন বয়কট করে কি রাজনৈতিকভাবে বড়সড় ভুল করে ফেলল কংগ্রেস? দলের অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশেষ করে গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশের নেতারা দলের এই সিদ্ধান্তে রীতিমতো আতান্তরে।
গুজরাট প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অর্জুন মোদওয়াদিয়া সরাসরি দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভগবান শ্রীরাম আরাধ্য দেবতা। গোটা দেশের মানুষের আস্থা আর বিশ্বাসের বিষয় এটা। এসব নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত না নিলেই পারত দল। দলের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন কংগ্রেস পন্থী সন্ন্যাসী আচার্য প্রমোদ কৃষ্ণণও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দলের এই সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে।
भगवान श्री राम आराध्य देव हैं।
यह देशवासियों की आस्था और विश्वास का विषय है। को ऐसे राजनीतिक निर्णय लेने से दूर रहना चाहिए था।
— Arjun Modhwadia (@arjunmodhwadia)
আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের (Congress) তিন নেতাকে। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনও নেতাই ২২ জানুয়ারির অনুষ্ঠানে যাবেন না। কংগ্রেসের তরফে বুধবার এক বিবৃতিতে বলা হয়েচে,”ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।”
দল যতই আরএসএস এবং বিজেপির এজেন্ডা নিয়ে সরব হোক, রামমন্দির উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত যে হিন্দি বলয়ের মানুষ ভালোভাবে নেবে না, সেটা স্থানীয় স্তরের নেতাদের বক্তব্যেই স্পষ্ট। বিজেপিও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়ছে না। গেরুয়া শিবির বলছে, এই সিদ্ধান্তেই স্পষ্ট রামে বিশ্বাস নেই কংগ্রেসের। রামচন্দ্রের উপর আস্থা থাকলে ২২ জানুয়ারি অযোধ্যায় থাকতেন কংগ্রেস নেতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.