সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই জাতিগণনা নিয়ে নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই রাহুলকে দেশের ‘দ্বিতীয় আম্বেদকর’ আখ্যা দিলেন কংগ্রেস নেতা উদিত রাজ। যদিও উদিতের এই মন্তব্যের পরই নিন্দায় সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, এই মন্তব্যের মাধ্যমে দলতি সম্প্রদায়কে অপমান করেছে কংগ্রেস।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে উদিত লেখেন, ‘অনগ্রসর শ্রেণির মানুষদের ভাবতে হবে যে ইতিহাস বারবার অগ্রগতির সুযোগ দেয় না। তাঁদের উচিত দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে রাহুল যা বলেছেন, তা অনুসরণ করা এবং তাঁকে সমর্থন করা। যদি তাঁরা সেরকম করেন, তাহলে কংগ্রেস সাংসদ তাঁদের জন্য দ্বিতীয় আম্বেদকর হিসাবে প্রমাণিত হবেন।’
উদিতের এই মন্তব্যের পরই নিন্দায় সরব হয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস দ্বিতীয় আম্বেদকরের কথা বলছে। কিন্তু তারা কখনও ‘আসল’ আম্বেদকরকে সম্মান করেনি।” তিনি আরও বলেন, “আম্বেদকর এবং দলিতদের অপমান করা কংগ্রেসের পরিচয় হয়ে উঠেছে। কে আম্বেদকরকে অপমান করেছে? কে তাঁকে ভারতরত্ন থেকে বঞ্চিত করেছে? তাঁর সংবিধান কে জম্মু ও কাশ্মীরে বাস্তবায়ন করতে দেয়নি? কে মুসলিম সংরক্ষণের কথা বলেছিল? উত্তর একটাই জওহরলাল নেহেরু।” অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “বাবাসাহেব আম্বেদকরের সঙ্গে রাহুলের তুলনা গুরুতর অপরাধ।”
প্রসঙ্গত, শুক্রবার কংগ্রেসের ওবিসি সম্মেলনে রাহুল বলেন, “২০০৪ সাল থেকে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছি। কিন্তু সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। কিন্তু আমরা জাতিগণনা করাতে পারিনি। এটা কংগ্রেস বা সরকারের ত্রুটি নয়। আমার ত্রুটি। অনেক পরে বুঝতে পেরেছি। তাই দেরিতে হলেও সংশোধন করে নিচ্ছি।” তাঁর সংযোজন, “২১ বছর রাজনীতিতে আছি। যখন পিছনে তাকিয়ে রাজনৈতিক জীবনের আত্মবিশ্লেষণ করি তখন দেখতে পাই, সবচেয়ে বড় ভুল যা করেছি তা হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারিনি। ১০-১৫ বছর আগেও ওবিসিদের সমস্যাগুলি এত গভীর ভাবে অনুধাবন করতে পারিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.