ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল সোনিয়া গান্ধীর! বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি-র আইটি সেলের নেতা অমিত মালব্য। এবার এক্স পোস্টে বিজেপিকে পালটা আক্রমণ কংগ্রেসের। হাত শিবিরের দাবি, যে ছবি মালব্য পোস্ট করেছেন তা ভুয়ো।
গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করে কংগ্রেসের দাবি, ফোটোশপে ভুয়ো ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যাকে হাতিয়ার করেই গুজব ছড়াচ্ছেন বিজেপি-র আইটি সেলের প্রধান মালব্য। এর স্বপক্ষে প্রমাণ হিসেবে নাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি তৈরির সময় তুলে ধরা হয়েছে। ১৯৯১ সালের ৬৯ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তৈরি হয় এই অঞ্চল। ১৯৮০ সালে এই অঞ্চল ছিল ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি। মালব্যর পোস্ট করা ভোটার লিস্টের ছবিতে লেখা আছে নাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি।
Dey Fraud,
Your photoshop is really good, except for one mistake. The National Capital Territory of Delhi (NCT) was constituted by the 69th Constitutional Amendment Act of 1991. It was Union Territory of Delhi in 1980.
Ask your paw paw nrndrmdi to give a better idea.
— Congress Kerala (@INCKerala)
এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একই তথ্য তুলে ধরেছেন। গোখলে মনে করিয়ে দিয়েছেন জালিয়াতির সাজা ৭ বছরের জেল।
BJP’s IT cell coolie has posted a FORGED document.
“National Capital Territory of Delhi” was created on 2nd Jan, 1992. The document shared by this man is supposedly dated from the year 1980 when “NCT of Delhi” didn’t exist.
Forgery is a crime punishable with 7 years…
— Saket Gokhale MP (@SaketGokhale)
বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মালব্য অভিযোগ করেন, ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পান তিনি। ১৯৮০ সালের দিল্লির একটি বুথের তালিকার ছবি পোস্ট করেন মালব্য। সেই তালিকায় ছিল সোনিয়ার নাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.