Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

রক্ষকই ভক্ষক! যোগীরাজ্যে স্কুল যাওয়ার পথে দলিত নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত কনস্টেবল

ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা।

Constable accused of kidnapping and harrsed minor dalit girl on way to school in Uttar Pradesh

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 4, 2025 3:06 pm
  • Updated:July 4, 2025 3:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক! যোগীরাজ্যে একাদশ শ্রেণির এক দলিত ছাত্রীকে স্কুল যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবল। অভিযুক্ত কনস্টেবলকে ধরে পুলিশের হাতে তুলে দেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।  

Advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুধবার স্কুল যাওয়ার পথে তাঁদের মেয়েকে অপহরণ করা হয়। এরপর বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবার অভিযোগ, স্কুলে যাওযার পথে তাঁর মেয়েকে টেনে একটি গাড়িতে তোলা হয়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করা হয়। দীর্ঘক্ষণ মেয়ে বাড়ি না ফিরলে তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।

নির্যাতিতার বাবার কথায়, “প্রায় পাঁচ ঘণ্টা পর একটি গাড়ি এসে মেয়েকে বাড়ির কাছে ফেলে দিতে আসে। স্থানীয়রা বিষয়টি দেখে ফেললে, প্রায় ২০০ মিটার গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। সেই সময় গাড়ির চালক পালিয়ে গেলেও, অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

এই ঘটনায় অপহরণ, ধর্ষণ, পকসো এবং এসসি, এসটি ধারায় মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার বলেন, “অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁকে সাসপেন্ড করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসলপাতালে পাঠানো হয়েছে। এক ডিএসপি পদ মর্যাদার পুলিশ আধিকারিক এই ঘটনার তদন্ত করছে।” ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ