সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রাণঘাতী হয়ে উঠছে নোভেল করোনা ভাইরাস। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মারণ জীবাণু প্রাণ কেড়েছে বিশ্বের লক্ষাধিক মানুষের। মার্কিন মুলুকে করোনার ভয়াবহতা চিন, ইটালিকেও ছাপিয়ে গিয়েছে। ভারতেও অব্যাহত করোনা ভাইরাসের দাপট। দেশে মৃতের সংখ্যা ৩৯২। আক্রান্ত ১১,৯৩৩ জন। অ্যাকটিভ কেস ১০,১৯৭। সুস্থ হয়েছেন ১৩৪৪ জন। এদিকে, পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ১৩২। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিল করার পদক্ষেপ করছে প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বাড়ির বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.০০: কলকাতা-সহ দেশের ছয় মেট্রো শহরকে ‘রেড জোন’-এ রাখল স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যে রয়েছে দিল্লি, মু্ম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু। দেশের মোট আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ সংক্রামিত এই ছয় শহরে রয়েছেন বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।
রাত ৯.৪৫: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ভরতির অনলাইন ফর্ম ফিলাপের তারিখ বেড়ে দাঁড়াল ৪ মে।
In view of the extension of the lockdown period and guidelines of the Ministry of Home Affairs dated 15th April, the online filling of admission forms of the Jamia Millia Islamia, including schools has been further extended till 4th May: Jamia Millia Islamia
— ANI (@ANI)
রাত ৯.৩০: দিল্লিতে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে ১০ জন আধিকারিককে নিয়োগ করল কেজরিওয়াল সরকার।
রাত ৯.০০: হিমাচলে দুই সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। তাঁরা পাঞ্জাব থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।
রাত ৮.৪০: ট্রেন চলাচল নিয়ে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছিল এক মারাঠি সংবাদ মাধ্যমের সাংবাদিকের বিরুদ্ধে। সেই রিপোর্চের জেরে বান্দ্রা স্টেশনে কয়েক শো শ্রমিক জড়ো হয়ছিলেন মঙ্গলবার। এই ঘটনায় সেই সাংবাদিককে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। এর আগে প্ররোচনা দেওয়ার অভিযোগে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।
রাত ৮.৩০: তামিলনাড়ুতে সাংবাদিকের মৃত্যু। তিনি করোনায় আক্রান্ত হননি, বরং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
রাত ৮.০০: হিমাচল প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক সাংবাদিক।
A journalist with a newspaper has been tested positive for in Kangra, Himachal Pradesh: Kangra Chief Medical Officer Gurdarshan Gupta
— ANI (@ANI)
সন্ধে ৭.৪০: পশ্চিমবঙ্গে চারটি ‘হটস্পট’ চিহ্নিত করল স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণা। আরও সাত জেলাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সন্ধে ৬.৩০: করোনায় আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। আবার গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন মোটে একজন।
সন্ধে ৬.০০: হু-কে মার্কিনি অনুদান বন্ধের সিদ্ধান্তের নিন্দায় সরব রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন।
বিকেল ৫.২০: দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৯৩৩। মৃত্যু বেড়ে ৩৯২।
India’s total number of positive cases rises to 11,933 (including 10197 active cases, 1344 cured/discharged/migrated and 392 deaths): Ministry of Health and Family Welfare
— ANI (@ANI)
বিকেল ৫টা: রাজ্যে নতুন করে আক্রান্ত ১২ জন। বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩২। মৃত্যুর আগের মতোই ৭ জনের।
12 new cases reported in West Bengal in last 24 hours, taking total number of active cases to 132 now & 7 deaths till date: Chief Secretary, West Bengal
— ANI (@ANI)
বিকেল ৪.১৫: দেশের করোনা হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। সেই জায়গাগুলি সিল করার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র। দেশের জেলাগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে। করোনা হটস্পট জেলা, নন-হটস্পট জেলা এবং গ্রিন জোন।
Cabinet Secy held a video conference today with all Chief Secretaries, DGPs, Health Secretaries, Collectors, SPs, Municipal Commissioners & CMOs where hotspots was discussed&orientation on field level implementation of containment strategy was given: Jt Secy, Ministry of Health
— ANI (@ANI)
বিকেল ৪টে: মানবিক ছবি রায়পুর এইমস-এ। করোনা আক্রান্ত মহিলার তিন মাসের সন্তানকে কোলে নিয়ে আদর করছেন দুই নার্স।
Chhattisgarh: The nursing staff at AIIMS (All India Institute Of Medical Sciences) Raipur taking care of a 3-month-old daughter of a woman who has tested positive for COVID-19. (Video source: AIIMS Raipur)
— ANI (@ANI)
দুপুর ৩.২০: দিল্লি হাই কোর্টের নির্দেশে রাজধানীর সমস্ত নিম্ন আদালত ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।
Delhi High Court has ordered that the functioning of Courts subordinate to Delhi High Court shall continue to remain suspended till 3rd May.
— ANI (@ANI)
দুপুর ২.৫০: মোরাদাবাদে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা। অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে ছোঁড়া হল পাথর। উদ্ধারে গেলে পুলিশের উপরেও হামলা হয়। ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Strict action will be taken after identifying those who were involved in the incident. Some members of medical team had received injuries. There is violation of Sec 144 & Epidemic Diseases Act, Disaster Mgmt Act. Action will be taken under National Security Act: SSP Amit Pathak
— ANI UP (@ANINewsUP)
দুপুর ২.৪৫: করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
Delhi: Union Health Minister Harsh Vardhan holds a high-level meeting through video conferencing with WHO (World Health Organization) officials on measures to combat .
— ANI (@ANI)
দুপুর ২.৩০: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। জানিয়ে দিল বিসিসিআই।
Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official
— ANI (@ANI)
দুপুর ১.৫৫: বিধায়কের পর এবার গুজরাটে কংগ্রেসের এক কাউন্সিলরও করোনা পজিটিভ।
A Congress Councillor also tested positive for today: Municipal Commissioner Vijay Nehra
A Congress MLA had tested positive for Coronavirus yesterday.
— ANI (@ANI)
দুপুর ১.১৫: বান্দ্রার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংকে চিঠি বিজেপি নেতার।
BJP leader Kirit Somaiya has written a letter to Mumbai Police Commissioner Parambir Singh, seeking an investigation into yesterday’s gathering in Bandra.
— ANI (@ANI)
দুপুর ১টা: ইন্দোরে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। টেস্টের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এতে করোনা মোকাবিলায় সুবিধা হবে বলে তাঁর মত।
People in Indore shouldn’t be scared, numbers will increase. If someone doesn’t know that they’re positive, they’ll not only risk their own lives but that of others too. So we decided to conduct testings extensively. This will help control Corona: MP CM Shivraj Singh Chouhan
— ANI (@ANI)
সকাল ১১.৫০: লকডাউনে ১০০ দিনের কাজে ছাড় দিল কেন্দ্র। তবে সুরক্ষাবিধি মেনে কাজ করতে হবে শ্রমিকদের।
Consolidated MHA guidelines on : MNREGA works are allowed with strict implementation of social distancing & face mask.
— ANI (@ANI)
সকাল ১১.৩০: করোনা আক্রান্ত নন মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আহওয়াড়। নেগেটিভ রিপোর্ট এসেছে দাবি করে ভুয়ো খবর ওড়ালেন তিনি।
Maharashtra Minister Jitendra Awhad releases his test report which came negative. Some media reports claimed he had tested positive.
— ANI (@ANI)
সকাল ১০.৪৫: সমস্ত ধর্মীয় স্থান জনসাধারণের জন্য বন্ধ রাখার নির্দেশ। ধর্মীয় জমায়েতে আগামী ৩ মে পর্যন্ত নিষেধাজ্ঞা।
Consolidated MHA guidelines on : All religious places shall be closed for public, religious congregations are strictly prohibited until May 3. In case of funerals, congregation of more than 20 persons will not be permitted for the period.
— ANI (@ANI)
সকাল ১০.৩০: সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, ট্যাক্সি-বাস-ট্রেন-বিমান পরিবহণ, শপিং মল, সিনেমা হল, রেস্তরাঁ, পানশালা বন্ধ থাকবে ৩ মে পর্যন্ত। নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের।
All educational, training institution etc shall remain closed, taxis (including auto & cycle rickshaws) & services of cab aggregators to remain prohibited until May 3. Cinema halls, malls,shopping/sports complexes,gyms,swimming pools,theaters, bars etc to remain closed till May 3
— ANI (@ANI)
সকাল ১০.২০: লকডাউনে কৃষিকাজ, উদ্যানপালনে ছাড়। নির্দেশিকা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের।
All agricultural & horticultural activities to remain fully functional, such as – Mandis’ operated by APMC or as notified by the state/UT govt. Direct marketing operations by the state/UT govts or by industry, directly from farmers/group of farmers, FPOs co-operatives etc.
— ANI (@ANI)
সকাল ৯.৪৫: লকডাউনের মেয়াদ বৃদ্ধির পর ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সংশোধিত গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Ministry of Home Affairs (MHA) issues National Directives for management. Wearing of face cover is compulsory in all public places, workplaces. Spitting in public places shall be punishable with fine.
— ANI (@ANI)
Ministry of Home Affairs (MHA) issues consolidated revised guidelines on the measures to be taken by Ministries/Departments of Govt of India, State/UT governments & State/UT authorities for the containment of in India. (1/2) extended till 3 May 2020
— ANI (@ANI)
সকাল ৯.৩০: শেয়ার বাজার খুলতেই ৬০০ পয়েন্ট উঠল সেনসেক্স।
Sensex up by 600.47 points; currently at 31,290.49
— ANI (@ANI)
সকাল ৯.১০: ২৪ ঘণ্টায় দেশে ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭৬ জন। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৪৩৯। সেরে উঠেছেন ১৩০৬ জন। মৃত বেড়ে ৩৭৭।
38 deaths and 1076 new cases reported in last 24 hours. India’s total number of positive cases rises to 11,439 (including 9756 active cases, 1306 cured/discharged/migrated and 377 deaths): Ministry of Health and Family Welfare
— ANI (@ANI)
সকাল ৯টা: বান্দ্রার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ বিনয় দুবে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। তার বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে।
Vinay Dubey has been formally arrested by Mumbai police now, under IPC sections 117, 153 A, 188, 269, 270, 505 (2) and Section 3 of The Epidemic Diseases Act. He will be produced before a local court later today.
— ANI (@ANI)
সকাল ৮.৪৫: লকডাউনের গাইডলাইন নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক বসছে আজ, বুধবার।
Delhi: Union Cabinet meeting to be held today at 7, Lok Kalyan Marg.
— ANI (@ANI)
সকাল ৮.৩০: আমেরিকায় ২৪ ঘণ্টায় মৃত ২,২২৮ জন।
United States registers record 2,228 deaths in past 24 hours, according to Johns Hopkins tally: AFP news agency
— ANI (@ANI)
সকাল ৮.১৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) অনুদান দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চিনকে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনেছেন ট্রাম্প।
US President Donald Trump announces ‘halting funding’ of World Health Organization: AFP news agency (File pic)
— ANI (@ANI)
সকাল ৮টা: ফ্রান্সে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।
France reports 762 more deaths, total toll 15,729: AFP news agency quoting official
— ANI (@ANI)
সকাল ৭.৪৫: অসমের ধুবরিতে এক মহিলার শরীরে জীবাণু পাওয়া গিয়েছে। রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আক্রান্তের স্বামী নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত ছিলেন।
A woman from Dhubri has tested positive for . She is wife of a COVID19 positive person who is connected both with Nizamuddin Markaz, and Athgaon Kabristan congregation in Guwahati. The number of patients is now 32: Assam Health Minister, Himanta Biswa Sarma
— ANI (@ANI)
সকাল ৭.৩০: রাজস্থানে আক্রান্তের সংখ্যা হাজার পেরল। নতুন করে ১০৮ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
108 new positive cases reported in Rajasthan, today, out of which 83 are from Jaipur. Total number of cases in the state stands at 1005: State Health Department
— ANI (@ANI)
সকাল ৭.১৫: বান্দ্রার ঘটনায় কড়া পদক্ষেপ করছে মহারাষ্ট্র সরকার। ট্রেন চলার গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের।
Orders have been given against those who spread the rumour that trains will start. Strict action will be taken against those who spread rumours: Maharashtra Home Minister Anil Deshmukh
— ANI (@ANI)
সকাল ৭টা: গুজরাটের এক কংগ্রেস বিধায়ক করোনা পজিটিভ। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত চাভড়া।
An MLA has tested positive for : Gujarat Pradesh Congress Committee President, Amit Chavda
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.