সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হনুমান জয়ন্তীকে কেন্দ্র ফের অশান্তি ছড়াল ওড়িশায় (Odisha)। পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে কারফিউ জারি করা হল সম্বলপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নির্দিষ্ট সময় ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না স্থানীয়রা।
শনিবার সন্ধেয় ওড়িশার সম্বলপুর জেলায় হনুমান জয়ন্তীর মিছিল বের হয়। সেই মিছিলকে কেন্দ্র করে ফের অশান্তি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেন এলাকার সাব কালেক্টর। ১৪৪ ধারা জারি রয়েছে সম্বলপুর জেলায় টাউন থানা, ধনুপালি থানা, খেতরাজপুর থানা, আইনথাপালি থানা, বেরাইপালি ও সদর থানা এলাকা।
জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার প্রয়োজনে সকাল ৮টা থেকে ১০টা বের হতে পারবেন স্থানীয়রা। জরুরি প্রয়োজনে বেলা সাড়ে তিনটে থেকে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে। এছাড়ায় কেউ অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালের জরুরিকালীন হেল্পলাইন নম্বর 7655800760- এ ফোন করা যেতে পারে। কেউ নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সাব কালেক্টর।
শুধু ওড়িশা নয়, এবার রামনবমী ও হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে বাংলা, ওড়িশা ও বিহারের মতো একাধিক রাজ্যে অশান্তি হয়েছে। অশান্তি এড়াতে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছিল ওড়িশার নবীন পট্টনায়েকের সরকার। প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন হয়েছিল। তারপরেও অশান্তি পুরোপুরি এড়ানো যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.