সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ধর্মীয় নেতা জগ্গা বাসুদেব সদগুরুর নকল ভিডিও দেখিয়ে প্রতারণা। ফাঁদে পা দিয়ে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা খোয়ালোন বেঙ্গালুরুর এক যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর সিভি রমণ নগরের বাসিন্দা ওই যুবতী সমাজমাধ্যমে একটি রিল দেখেন। তাঁর অভিযোগ, ওই রিলে সদগুরুকে একটি বিনিয়োগ সংক্রান্ত অ্যাপের বিজ্ঞাপন দিতে দেখেন। সেখানে দাবি করা হয়, ওই অ্যাপে মাত্র ২৫০ ডলার বিনিয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যে তা দ্বিগুণ কিংবা তিনগুন হয়ে যাবে। যুবতী জানিয়েছেন, প্রলোভনে পা দিয়ে তিনি ওই বিজ্ঞাপনের নিচে থাকা একটি লিঙ্কে ক্লিক করেন। তারপর সেখানে তিনি তাঁর নাম, ঠিকানা এবং ফোন নম্বর-সহ একাধিক ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করেন। তিনি দাবি, নিবন্ধীকরণের পর তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করানো হয়। বিনিয়োগের পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর দু’মাসে ওই যুবতী মোট সাড়ে তিন কোটি টাকা ওই অ্যাপে বিনিয়োগ করেন। কিন্তু সমস্যা বাঁধে যখন তিনি টাকা তুলতে যান। যুবতীর অভিযোগ, টাকা তুলতে গেলে কর বাবদ তাঁর কাছ থেকে অতিরিক্ত অর্থের দাবি করা হয়। তখনই সন্দেহ হয় যুবতীর। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সদগুরুর একটি ডিপফেক ভিডিও তৈরি করেন প্রতারকরা। তারপর সমাজমাধ্যমে প্রতারণার জাল ফেলে। সেখানেই জড়িয়ে পড়েন ওই যুবতী।
উল্লেখ্য, সমাজমাধ্যমে বহু ভিডিওতে সদগুরুর নাম, ছবি ও ব্যক্তিত্বকে ব্যবহার করা হচ্ছে। এমন অভিযোগে অনেক আগেই উঠেছিল। সম্প্রতি দিল্লি হাই কোর্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে সেই ভিডিওগুলি সরিয়ে ফেলারও নির্দেশ দেয়। কিন্তু তাতেও সমস্যা মিটছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.