Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

মনের খোঁজে…দেশের প্রথম মানসিক স্বাস্থ্যের ‘দূত’ হয়ে মোদিকে ধন্যবাদ দীপিকার

অভিনয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতায় প্রচার করবেন বলিউডের 'মস্তানি'।

Deepika Padukone becomes first Mental health ambassador in India under Ministry of health and thanks PM Modi
Published by: Sucheta Sengupta
  • Posted:October 10, 2025 11:29 pm
  • Updated:October 10, 2025 11:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেট যুগে নানা কারণে কম বয়সেই স্বাস্থ্যের অবনতির কথা শোনা যায় আকছার। তিরিশ কিংবা চল্লিশ বছরে হৃদরোগ, ডায়বেটিস, কোলেস্টেরল মাত্রাছাড়া – এসব সমস্যা লেগেই রয়েছে অবিরাম ছুটতে থাকা মানুষজনের। সেইসঙ্গে রয়েছে একাধিক টেনশন। সবমিলিয়ে শারীরিক অবস্থা তো বিশেষ ভালো নয়। কিন্তু মন? তাও কি ভালো থাকে? মনের হদিশ আমরা কজনই বা রাখি?

Advertisement

কিন্তু নিজের ব্যস্ততম জীবনের মাঝেও মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। তাঁর সদাহাস্যময় মুখই বলে দেয়, জীবন মানে আনন্দ উপভোগ করা। এনিয়ে কমবেশি প্রচারও করতে দেখা যায় তাঁকে। আর সেই কারণে এবার তাঁর মুকুটে জুড়ল আরও একটি পালক। দেশের প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচারের ‘দূত’ হলেন দীপিকা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে তাঁকে এই পদ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে দীপিকা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সুখবরটি জানানো হয়েছে। মন্ত্রী জে পি নাড্ডা জানান, ”দেশবাসীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় এসেছে। এনিয়ে প্রকাশ্যে প্রচার, আলোচনা, নির্দিষ্ট বিষয় নিয়ে সচেতন করা প্রয়োজন। এই কাজের জন্য মন্ত্রক শ্রীমতি দীপিকা পাড়ুকোনকে সঙ্গী হিসেবে চাইছে। তাঁর যথাযথ সহযোগিতায় আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সক্ষম হব।”

দীপিকা নিজেও এই দায়িত্ব পেয়ে আপ্লুত। এদিন স্বাস্থ্যমন্ত্রকে মন্ত্রী জে পি নাড্ডা এবং মন্ত্রকের সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপিকা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মানসিক স্বাস্থ্যের যত্নকে গুরুত্ব দিয়েছে। আমি এত বড় সম্মান পেয়ে গর্বিত। মন্ত্রকের সঙ্গে কাজ করব এবং দেশের মানসিক স্বাস্থ্যকে আরও মজবুত করে তুলতে পারব বলে আশা করছি।” এনিয়ে নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন দীপিকা। সুতরাং, রুপোলি পর্দার বাইরে এবার সত্যিই ‘পিকু’ হয়ে উঠবেন অভিনেত্রী। হয়ে উঠবেন আমজনতার মনের বন্ধু। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ